রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্য

ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:দেশের বিভিন্ন রাজ্যে ভোট প্রচার তুঙ্গে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে, এবং দ্বিতীয় দফার ভোটও সামনে। তারই মধ্যে, কংগ্রেসের সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একাধিক বিতর্কিত মন্তব্য নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

লিজ ট্রাসঃ ভারত বিশ্ব মঞ্চে নেতৃত্ব দেবে, চিনের সঙ্গে পার্থক্য স্পষ্ট

বিতর্কিত মন্তব্য

সম্প্রতি, অমিত শাহ কংগ্রেসের বিরুদ্ধে এক মন্তব্য করেন, যেখানে তিনি অভিযোগ তোলেন যে কংগ্রেস দল মুসলিম ভোটের দিকে নজর দিয়ে তোষণের রাজনীতি করছে। তিনি কিছু পুরনো হিংসার ঘটনা তুলে ধরে বলেন, এমন দল কোনো ভাবেই দেশের জন্য উপকারী নয়। তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। তারা দাবি করেছে যে এই বক্তব্যটি নির্বাচনী আইন ও আচরণবিধির পরিপন্থী। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কাছে নোটিস পাঠিয়ে জবাব চেয়েছে।

ইডি-র ৫০ ঘণ্টা তল্লাশিঃ আন্তঃরাজ্য লটারি প্রতারণা চক্রে বড় পদক্ষেপ

অন্যদিকে, রাহুল গান্ধীও একটি বিতর্কিত মন্তব্য করেছেন, যেখানে তিনি মহাত্মা গান্ধীর হত্যার প্রসঙ্গ তুলে বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেন। রাহুলের এই মন্তব্যও বিজেপির পক্ষ থেকে আপত্তি উত্থাপন করা হয়। তাদের দাবি, রাহুলের এই বক্তব্যও নির্বাচনী বিধির লঙ্ঘন। বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে এবং কমিশন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে চিঠি পাঠিয়ে জবাব চেয়েছে।নির্বাচন কমিশন দুই দলের নেতাদের কাছে আবেদন করেছে, তারা যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন এবং কেন তাদের মন্তব্যে বিধি লঙ্ঘন হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর