ব্যুরো নিউজ,১৬ ডিসেম্বর:‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। তবে এর প্রিমিয়ারে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এক ভক্তের পদপিষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে আইনি জটিলতার মুখে পড়তে হয়েছে। তা সত্ত্বেও ছবির আয় রেকর্ড গড়ছে।
জমজমাট কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসব, তৃতীয় দিনের সেরা সিনেমা
১১ দিনের আয় ৯০০ কোটির দোরগোড়ায়
Sacnilk.com-এর রিপোর্ট অনুযায়ী, রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাসিল অভিনীত এই সিনেমা মুক্তির ১১ দিনের মধ্যেই ৮৯৭.৬৫ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় রবিবারে ছবিটি ভারতে ৭২.১৫ কোটি টাকার ব্যবসা করে। ১১তম দিনে ছবিটি সামান্য উন্নতি করলেও নবম দিনে আয় ছিল ৩৬.৪ কোটি এবং দশম দিনে ৬৩.৩ কোটি টাকা।ভারতীয় বক্স অফিসে ‘পুষ্পা ২’-এর রাজত্ব একাধিক ভাষায় অব্যাহত। তেলুগু ভাষায় এটি ৫৯.৮৮ শতাংশ, হিন্দিতে ৬৩.৮৮ শতাংশ, তামিলে ৪২.৩৮ শতাংশ এবং কন্নড় ভাষায় ৩৭.৫৪ শতাংশ বাজার দখল করেছে।
সিনেমা দেখার নেশায় ধরা পড়ল সোনা চোর
প্রিমিয়ারে পদপিষ্ঠ হওয়ার ঘটনায় একটি অনলাইন বিবৃতি দেন আল্লু অর্জুন। সেখানে তিনি বলেন ‘তরুণ শ্রী তেজের জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। আইনি প্রক্রিয়ার কারণে এখনই তার পরিবারের সঙ্গে দেখা করতে পারছি না। তবে আমি তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’ ২০২১ সালের ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিক্যুয়েল এটি। সুকুমারের পরিচালনায়, আল্লু অর্জুন গ্যাংস্টার পুষ্পরাজের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। প্রথম অংশ থেকেই এই প্রোজেক্টে ছিলেন রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল।আলোচনা ও বিতর্কের মাঝেও, পুষ্পা ২ তার সোয়্যাগ দিয়ে বক্স অফিসে ইতিহাস তৈরি করছে।