ব্যুরো নিউজ, ২৫ ফেব্রুয়ারি: উত্তপ্ত কমছেনা সন্দেশখালির। প্রতিদিন নতুন নতুন ঘটনায় জ্বলছে সন্দেশখালি। এরই মাঝে গ্রেফতার আইএসএফ নেত্রী আয়েষা বিবি। তা নিয়ে ফের উত্তপ্ত রাজ্য- রাজনীতি।
শিয়ালদহ-হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন
সন্দেশখালিকাণ্ডে এবার গ্রেফতার আইএসএফ নেত্রী। আয়েষা বিবিকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। সন্দেশখালির স্থানীয়দের উস্কানি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়ছে।
দলনেত্রীর গ্রেফতারির প্রতিবাদে সোচ্চার হয়েছে আইএসএফ নেতা- কর্মী- সমর্রাথকরা। মিনাখাঁ থানার সামনে বিক্ষোভ কর্মসূচিরও ডাক দেয় তারা। ক্ষোভে দেখাচ্ছে নওশাদের দল। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ দেখায় স্থানীয় আইএসএফ নেতা কুতুবুদ্দিন মোল্লা। মিনাখাঁর যা অবস্থা তা অত্যান্ত লজ্জাজনক বলেছেন তিনি। আইএসএফ নেত্রীকে যেভাবে থানায় ডেকে এনে গ্রেফতার করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। আর তারই প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে নেমেছে আইএসএফ। প্রতিবাদী কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রকৃত দোষীদের গ্রেফতার না করে নির্দোষীদের গ্রেফতার করা হচ্ছে। এর জবাব বাংলার জনগণ দেবে। আমরা আইনি লড়াই চালিয়ে যাব।