ব্যুরো নিউজ ১১ নভেম্বর :প্রসাধনী ব্যবহার করে সাময়িক সুফল মিললেও চুল পড়া রোধে তা তেমন কার্যকর নয়। দিনে দিনে চুল ঝরতে থাকলে এক সময় টাক পড়ার আশঙ্কা থাকে। তাই প্রাকৃতিক উপায়ে আগেই চুলের যত্ন নেওয়া প্রয়োজন। বাজারের নতুন প্রসাধনী না ব্যবহার করে, ভরসা রাখুন ঘরোয়া কিছু পানীয়ের উপর।
শীতে রুক্ষশুস্ক ত্বককের জেল্লা ফিরিয়ে আনতে ব্যাবহার করুন আপেল ও শসার ম্যাজিকাল প্যাক!
মৌরি, মেথি ও ধনে বীজের উপকারিতা
মুখশুদ্ধি হিসেবে জনপ্রিয় মৌরি শুধু স্বাদের জন্যই নয়, এটি চুল পড়া কমাতেও সহায়ক। মৌরি চুলের তৈলাক্ত ভাব দূর করে এবং চুলের প্রাকৃতিক জেল্লা বৃদ্ধি করে। এক কাপ জলে এক চা চামচ মৌরি ফুটিয়ে ঠান্ডা করে নিন, তারপর ছেঁকে দিনে একবার পান করুন।
শীতে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? এই উপাদানগুলি দিয়ে বাড়িতেই করে নিতে পারেন স্পা
অন্যদিকে রান্নায় অপরিহার্য ধনে শুধু স্বাদই বাড়ায় না চুলের জন্যও এটি দারুণ উপকারী। ধনে বীজে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা চুলের গোড়া মজবুত করে। নিয়মিত ধনে বীজের জল খেলে চুল পড়া কমে এবং চুলের জেল্লা বৃদ্ধি পায়। এক চামচ ধনে বীজ এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সেই জল সকালে খালি পেটে পান করলে উপকার পাবেন।
মেথি শরীর ও রূপচর্চার জন্য বিশেষ কার্যকরী। এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান মাথার ত্বকের প্রদাহ দূর করে এবং চুলের গোড়া শক্ত করে। সারা রাত মেথি ভিজিয়ে সেই জল সকালে খালি পেটে খেলে চুলের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়।
অভিনেত্রী ঐশ্বর্য রাই মোট কত কোটি টাকার সম্পত্তির মালিক ?
প্রাকৃতিক উপাদান মৌরি, মেথি এবং ধনে বীজ নিয়মিত ব্যবহার করলে কেবল চুলের সমস্যা নয়, ত্বকের ও শরীরের নানা উপকারিতাও পাওয়া সম্ভব। নিয়মিত ব্যবহারে এটি চুল পড়া রোধ করতে সাহায্য করে, চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং প্রাকৃতিক ভাবে ঝলমলে চুল পাওয়ার পথ তৈরি করে।