রাজনৈতিক মঞ্চে সন্ন্যাসী ও বিধায়কের বাগযুদ্ধ

ব্যুরো নিউজ,১ নভেম্বরঃমুর্শিদাবাদের সাগরদিঘিতে বুধবার এক অবিস্মরণীয় রাজনৈতিক দৃশ্যের অবতারণা ঘটেছে।সেখানে এক মঞ্চে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই দুজনের মধ্যে কিছুদিন আগে থেকেই রাজনৈতিক কথাবার্তা নিয়ে বিতর্ক চলছিল।

কালীপুজোর অনুষ্ঠান শেষে তৃণমূল বিধায়কের উপর হামলা

নতুন আলোচনা

হুমায়ুন কবির অনুষ্ঠানে কার্তিক মহারাজের সামনে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আপনাকে শ্রদ্ধা করি এবং আমাদের সম্পর্কও ভালো। রাজনৈতিক নেতাদের অনেক শত্রু থাকে, কিন্তু সাধুদের তো কোনো শত্রু থাকা উচিত নয়। ধর্মগুরুর তো সেন্ট্রাল ফোর্সের দরকার নেই।’ এরপর তিনি আরও বলেন, ‘৩০ এপ্রিল ভোটের প্রচারে যোগী আদিত্যনাথ কিছু কথা বলেছিলেন। আমি তখন বিজেপিকে আক্রমণ করে কিছু বলেছিলাম। সেই সময় কার্তিক মহারাজ অভিযোগ করেছিলেন যে আমি গোটা হিন্দু সমাজকে গঙ্গায় ভাসিয়ে দেব। যদি এটা প্রমাণ করতে পারেন, আমি জুতোর মালা পরব।’

কালীপুজোয় অনুব্রতের অশৌচ পালন

গত লোকসভা ভোটের আগে হুমায়ুন কবিরের বিরুদ্ধে হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কার্তিক মহারাজ। এই প্রসঙ্গে হুমায়ুন বলেন, ‘রাজনীতির মধ্যে অনেক রকম শত্রুতা থাকে, কিন্তু সাধুদের এই ধরনের বিষয় নিয়ে তো কোনো শত্রুতা থাকা উচিত নয়।’ কার্তিক মহারাজের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে চাননি হুমায়ুন কবির, এবং তৃণমূলও এই নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। এ ঘটনায় রাজনৈতিক মহলে এক নতুন আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর