ব্যুরো নিউজ, ১১ এপ্রিল: পয়লা বৈশাখেই রাজ্য দিবস পালনের অনুমতি চেয়েছিল রাজ্য সরকার। সেই মত অনুমতি দিল নির্বাচন কমিশন।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য সরকার! সংঘাত তুঙ্গে
নির্বাচন কমিশন ১ বৈশাখে রাজ্য দিবস পালন করার জন্য অনুমতি দিলেও রয়েছে কিছু শর্ত। যেহেতু লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে তাই কোনও ভাবেই আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে চলবে না। এছাড়াও কমিশন জানিয়ে দিয়েছে অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকলে চলবে না। এমনকি সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন না।এ বছর প্রথমবার পালন হতে চলেছে রাজ্য প্রতিষ্ঠা দিবস। জানা গিয়েছে, নববর্ষের দিন রবীন্দ্রসদনের সামনে ক্যাথিড্রাল রোডে এই অনুষ্ঠান পালন করা হবে। অনুষ্ঠানের আয়োজনে রয়েছে তথ্য ও সংস্কৃতি দফতর। আর কমিশনের অনুমতি মিলতেই সেই প্রস্তুতি তুঙ্গে।