ব্যুরো নিউজ, ১৩ ফেব্রুয়ারি: সোমবারই ৮ প্রাক্তন নৌ আধিকারিকের মুক্তির খবর প্রকাশ্যে আনে ভারতের বিদেশ মন্ত্রক। এরপরই আজ আবু ধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী।
কাতারে প্রথম হিন্দু মন্দির উদ্বোধনে মোদী
জানা গিয়েছে, দু-দিনের সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী। সৌদি আরবের BAPS মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষেই প্রধানমন্ত্রীর আরব সফর। সৌদি আরবের প্রথম হিন্দু মন্দির এটি। প্রধানমন্ত্রীর দু-দিনের এই সফরে হিন্দু মন্দির উদ্বোধনের পাশাপাশি সৌদি প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নিহানের সঙ্গে সাক্ষাৎও করবেন। জানা গিয়েছে, সেখানে একটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কাতারে মোদীর জয় | ৮ সাজাপ্রাপ্ত ভারতীয়র মুক্তি বিদেশ মন্ত্রক এও জানিয়েছে যে, সৌদি আরব সফর করে আজ অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি বিকালেই কাতারের রাজধানী দোহায় যাবেন প্রধানমন্ত্রী। তাছাড়া আজ সন্ধ্যাতেই আবু ধাবির জায়জ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের ‘আহলান মোদী’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন প্রায় ৫০ হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভূত সপম্প্রদায়ের মানুষ। এরপরই ১৪ ফেব্রুয়ারি সৌদির BAPS হিন্দু মন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সৌদি প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে এই মন্দির উদ্বোধন করবেন। এমনটাই জানা গিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে।