Qatar Releases 8 Indians

লাবনী চৌধুরী, ১২ ফেব্রুয়ারি: দীর্ঘ টানাপড়েনর পর বড় জয় মোদী সরকারের। কাতারে বন্দি আট জন ভারতীয় নৌ সেনার মুক্তি। ওই আট জনকে ছেড়ে দিয়েছে কাতারের  আদালত, সোমবার এমনটাই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের অনুরোধে প্রথমে ওই আট জনের মৃত্যুদণ্ড স্থগিত করে কাতার। এবার বন্দি নৌ সেনাদের সম্পূর্ণ মুক্তি দিল কাতার সরকার।

মোদীর বিরাট কূটনৈতিক জয়

পাকিস্তানে ভোট: জিতেও কেন সরকার গড়তে পারবেনা ইমরান সমর্থিত নির্দল প্রার্থীরা?

কাতারে ডাহারা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসাল্টেন্সি সার্ভিসেস নামের এক প্রাইভেট সংস্থায় কর্মরত ছিলেন ওই ৮ প্রাক্তন নৌসেনা কর্মী। সেই সংস্থাতে কর্মরত ওই ৮ ভারতীয়কে গত বছর দোহায় কাতারের ইন্টালিজেন্স সার্ভিসেস তথা গোয়েন্দা বিভাগ আটক করে। 
তবে ঠিক কী কারণে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তা স্পষ্ট করেনি কাতার। ওই ভারতীয় অফিসারদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল কাতারের। এমনকি তাঁদের জামিনের আবেদন বহুবার নাকচ করে দেয় কাতারের আদালত। এরপরই আসে তাঁদের মৃত্যুদণ্ডের সাজার কথা। 
Advertisement of Hill 2 Ocean
ভারতীয় নৌসেনার এক অফিসার-সহ ওই ৮ জনকে ফাঁসির সাজা শুনিয়েছিল কাতারের আদালত। ওই ৮ জনের সাজা ঘোষণা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, এই সাজা ভারতকে ‘হতবাক’ করেছে। দিল্লি এও জানিয়েছিল যে, সাজার পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে ভারত। আইনি বিধি সম্পর্কিত বিষয়ে কাতারের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার কথাও জানিয়েছিল। এরপরই ওই ৮ জন নৌ সেনার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে কারাদণ্ড দিয়েছিল কাতারের আদালত। ঘটনায় ভারতের তরফে ফের কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কথা জানানো হয়। এরপর আজ সোমবার ভারতের বিদেশ মন্ত্রক জানায়া, কারাদণ্ড ভোগ করতে হবে না ওই প্রাক্তন সেনা কর্তাদের। তাঁদের মুক্তি দিয়েছে কাতার সরকার।

বড় জয় মোদী সরকারের! ৮ প্রাক্তন নৌসেনার ফাঁসি রদ করল কাতার কোর্ট

এদিন বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাতারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কাতারের একটি বেসরকারি সংস্থায় কাজ করতে যাওয়া আটজন প্রাক্তন নৌসেনা কর্তার মধ্যে সাতজন দেশে ফিরে এসেছেন। একজনের এখনও ফেরা বাকি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর