জামিনের পথ বন্ধ, পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় নতুন জট

ব্যুরো নিউজ,২৩ নভেম্বর:প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জামিন পাননি। তিনি জামিন পাওয়ার জন্য আবেদন করেছিলেন।প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু জামিনের ক্ষেত্রে এক ধরনের জট দেখা দিয়েছে।৫ ডিসেম্বর তার জামিনের পরবর্তী শুনানি হতে চলেছে, তবে তার জামিন সংক্রান্ত শুনানি কোথায় হবে, তা নিয়েই এক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরজি কর হাসপাতালে মৃতদেহ থেকে টাকার দাবিতে তোলাবাজিঃ আশিস পান্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

তৃতীয় বেঞ্চে পাঠানো হয়


পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনটি বিশেষ সিবিআই আদালতে জমা পড়েছিল, তবে সেই আবেদন শুনানির জন্য কোন এজলাসে যাবে, তা নিয়ে তর্ক-বিতর্ক হচ্ছে। ইডির তরফে বলা হয়েছিল, সিবিআইয়ের মামলার সঙ্গে ইডির মামলা সম্পর্কিত এবং একই ধরনের মামলা হওয়ায় উভয় মামলার শুনানি একসঙ্গে করা উচিত। এরপর, এই যুক্তির ভিত্তিতে সিবিআই ও ইডির মামলাগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বিচার ভবনে চলে আসে।

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের ফলাফলঃ কারা জিতছে, কারা পিছিয়ে?

তবে কিছুদিন পর, ইডির মামলা অন্য একটি এজলাসে স্থানান্তরিত হয়ে যায় এবং সিবিআইয়ের মামলাও একই আদালতে নিয়ে যাওয়ার জন্য নতুন করে আবেদন করা হয়। সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে। বর্তমানে জামিনের আবেদনে পার্থ আরও একবার আইনি লড়াই করছেন। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থসহ আরও পাঁচজনের জামিন নিয়ে হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে কিছুটা মতবিরোধ দেখা দিয়েছিল। বিচারপতি অপূর্ব রায় সিংহের বিরোধিতার কারণে, মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে গিয়েছিল, এবং তারপর তা তৃতীয় বেঞ্চে পাঠানো হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর