শুভেন্দু অধিকারী

ব্যুরো নিউজ,২৪ অক্টোবর:রাজ্য পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল পঙ্কজ দত্ত।বারানসীতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঙ্কজ বাবুর গুরুতর শারীরিক অবস্থার জন্য দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দুর এই বক্তব্যকে সমর্থন করেছেন পঙ্কজ বাবুর আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। বুধবার বারানসীতে ফিলোসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়েছিলেন পঙ্কজ দত্ত।তিনি ওই সংস্থার পশ্চিমবঙ্গ শাখার সভাপতি।বক্তব্যরত অবস্থায় হঠাৎ করেই তার নাক এবং মুখ থেকে রক্তক্ষরণ শুরু হয় এবং তারপরেই তিনি অজ্ঞান হয়ে যান।

এসএসকেএম হাসপাতালের পিজিটি ডাক্তার অভীক দে-র বিরুদ্ধে তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত

কি বললেন শুভেন্দু অধিকারী ?

৭৩ বছর বয়সী প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্তকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাকে হাসপাতালে ক্রিতিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।পঙ্কজ বাবুর এরকম শারীরিক অবস্থার জন্য বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দায়ী করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন ‘পঙ্কজ বাবুর এই অবস্থার জন্য যদি কেউ দায়ী থাকেন তাহলে তিনি একমাত্র পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সোচ্চার সমালোচক ছিলেন পঙ্কজ দত্ত। বিশেষ করে পুলিশি তদন্তের ফাঁকফোঁকর ও পুলিশ নির্যাতন ও পুলিশি বাড়াবাড়ির বিরুদ্ধেও সরব ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভরমা যতভাবে পেরেছেন পঙ্কজ বাবুকে হেনস্তা করেছেন।সম্প্রতি আর জি করের ঘটনার পর কলকাতা পুলিশের পদক্ষেপের সমালোচনা করেছেন পঙ্কজ বাবু। তারপর তাকে বড়তলা থানায় ডেকে পাঠানো হয়। সেখানে তাকে গোটা দিন বসিয়ে রাখা হয়েছিল।’

Lawrence Bishnoi ঃ জেলে থেকেও কিভাবে অপারেশন চালান তিনি ?জেনে নিন

শুভেন্দু বাবু আরো বলেছেন ‘রাষ্ট্রের গঠনমূলক সমালোচনা করা নাগরিকের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হজম করতে পারছেন না।’   পঙ্কজবাবুর আইনজীবী জয়ন্ত নারায়ন চট্টোপাধ্যায় বলেন ‘সম্প্রতি একটি ভুল এবং মিথ্যা মামলায় জড়িয়ে পঙ্কজ বাবুকে বড়তলা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে যে পরিমাণ হেনস্থার শিকার হতে হয় তাতে তিনি মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন। তাকে সেখানে স্থানীয়দের সামনে বিক্ষোভের মুখে ঠেলে দেওয়া হয়। তাকে বিভিন্ন ভাবে অসম্মান করা হয় এমনকি ৬ ঘন্টা তাকে জল ও চা পর্যন্ত খেতে দেওয়া হয়নি। আমরা সেদিনই ভয় পেয়েছিলাম এই প্রবীণ মানুষ   অসুস্থ না হয়ে পড়েন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর