ব্যুরো নিউজ, ২২ মার্চ: অনলাইন জুয়ার প্রচার বা বিজ্ঞাপন নিয়ে কড়া কেন্দ্র। অনলাইনে অবৈধ জুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ। পদক্ষেপ স্বরূপ কোনওরকম অনলাইন জুয়ার প্রচার বা বিজ্ঞাপন করতে পারবেন না সেলিব্রিটিরা। বৃহস্পতিবার এমনই এক নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে ইডি অভিযান সেই নির্দেশিকায় সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী এমনকি সেলিব্রিটিদের উদ্দেশে সতর্ক বার্তা দিয়েছে কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সেই নির্দেশিকায় জানিয়েছে, এই ধরনের বিজ্ঞাপন উপভোক্তাদের উপর প্রভাব ফেলে। আর অনলাইন অবৈধ জুয়ার কারণো ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবসমাজ। প্রার্থী হওয়ার পর বসিরহাট সম্পর্কে কী বললেন ISF প্রার্থী আর তাই এমন কোনও জুয়ার প্রচার বা বিজ্ঞাপন অনলাইনে করা যাবে না। আর নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। ২০১৯ সালের উপভোক্তা সুরক্ষা আইনের অধীনে নেওয়া হবে কড়া ব্যবস্থা। এমনকি বিবৃতিতে জানানো হয়েছে, অনলাইন বিজ্ঞাপন সংস্থাগুলিকে জুয়ার প্রচার যেনও না করে সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকেও জানানো হয়েছে এই ধরণের প্রচার যেনও তারা না করে। পাশাপাশি ব্যবহারকারীদেরও সতর্ক থাকার কথা জানানো হয়েছে।