শর্মিলা চন্দ্র, ২২ মার্চ: আরো এক রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডির হানা। শুক্রবার সকালেই বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। বাইরে দিয়ে চন্দ্রনাথের গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তল্লাশি অভিযান
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে উঠে আসে রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথের নাম৷ সেই সূত্রেই এদিন সকালে মন্ত্রীর বাড়ি পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা৷ যদিও স্থানীয় সূত্রে খবর, চন্দ্রনাথ এই মুহূর্তে নিজের বাড়িতে নেই৷ তিনি গিয়েছেন তাঁর গ্রামের বাড়ি মুরারইতে। বোলপুরের বাড়িতে আছেন তাঁর স্ত্রী এবং দুই ছেলে৷ এর পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গাতেও তল্লাশি চলছে৷ চেতলা, লেকটাউন-সহ মোট তিন জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা৷
ধর্মঘটে সাফাই কর্মীরা | বেতন বৃদ্ধির দাবিতে পুরসভার গেট আটকে বিক্ষোভ
অযোধ্যার রাম মন্দিরের পর এবার তৈরি হতে চলেছে সীতা মন্দির! কোথায় হবে এই মন্দির?
অন্যদিকে, ইডি অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে তারজন্য এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ির একশো মিটার জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর দলে রাখা হয়েছে মহিলা সদস্যও। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে।