Cleaning workers on strike to demand salary increase
ব্যুরো নিউজ, ২২ মার্চ: বৃহস্পতিবার সকাল থেকেই গারুলিয়া পুরসভায় কর্মরত অস্থায়ী সাফাই কর্মীরা ধর্মঘটে নামেন। গারুলিয়া পুরসভার গেটের সামনে বিক্ষোভে দেখান তারা।
Advertisement of Hill 2 Ocean
কেজরিওয়ালই কি প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতার হলেন?

দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। ২৪০ টাকা প্রতিদিনের বেতন। আর এই সামান্য টাকায় সংসার চালাতে কার্যত হিমশিম খাচ্ছে তারা। উপরন্তু আবার মূল্যবৃদ্ধি। তার জেরে রীতিমত কালঘাম ছুটছে। তাই এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধির দাবি তুলেছে তারা। গারুলিয়া পুরসভায় কর্মরত ৪০০ জন অস্থায়ী সাফাই কর্মী বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নেমেছেন। 

লোকসভা নির্বাচনের আগে হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৫০ লাখ ৮৪ হাজার টাকা


এই অবস্থায় তাদের দাবি,  ১৫ হাজার টাকা তাদের ন্যূনতম বেতন করতে হবে। কিন্তু বহুবার এই দাবি জানিয়েও কোনও লাভ হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের এই দাবিকে হাল্কা ভাবে নিলে কার্যত আন্দোলনের পথে নামেন তারা। ঘটনায় গারুলিয়া পুরসভার চেয়ারম্যান রমেন দাস জানান, ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ নির্ধারণ হয়ে গিয়েছে। আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। তাই এখন আর কিছু করা সম্ভব নয়। তবে সাফাই কর্মীদের বিক্ষোভ আন্দোলনের জেরে সাফাইয়ের কাজে কোনও ব্যাঘাত হচ্ছে কি না, তা দেখতে  এলাকা ঘুরে দেখেন পুরসভার চেয়ারম্যান  রমেন দাস।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর