জারি হল নয়া নির্দেশিকা! সরকারি কর্মীদের জন্য চালু হল অনলাইন ছুটির দরখাস্ত!
১ এপ্রিল থেকে চাইল্ড কেয়ার লিভ, ইএল-এর যাবতীয় তথ্য প্রস্তুত করা হবে
ব্যুরো নিউজ, ১৬ মার্চ, পুস্পিতা বড়াল: রাজ্য সরকারি কর্মীদের ছুটির আবেদন করার নিয়ম বদলে গেল। আর হাতে লেখা দরখাস্ত গ্রাহ্য হবে না ছুটির জন্য। এবার থেকে ছুটির যাবতীয় আবেদন অনলাইনেই করতে হবে। অর্থ দপ্তরের জন্য এই নিয়ম চালু হয়েছে শুক্রবার থেকে। পরে এই নিয়ম বলবৎ করা হবে অন্যান্য দপ্তরেও।
‘বাংলা বাঁচাও দেশ বাঁচাও’, শনিবার বিকেলে বামেরা দিল মিছিলের ডাক! নেপথ্যে কোন কারণ?
এক বিজ্ঞপ্তিতে এদিনই অর্থ দপ্তর জানায় এই নয়া নিয়মের কথা। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ (সিসিএল) হোক বা ক্যাজুয়াল লিভ (সিএল) হোক, ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম’ ব্যবহার করেই ছুটির দরখাস্ত করতে হবে।
সূত্রের খবরে জানা গিয়েছে, এই ছুটি মঞ্জুর করার দায়িত্বে থাকবেন গ্রুপ ইনচার্জরা। আপাতত এই নিয়মের আওতায় থাকবেন গ্রুপ ডি কর্মী থেকে উপসচিব পর্যন্ত সকলেই। চাইল্ড কেয়ার লিভ, ইএল-এর যাবতীয় তথ্য প্রস্তুত করা হবে ১ এপ্রিল থেকে। এরপর কোনও অসুবিধা হলে ব্যবস্থা নেবে অর্থ দপ্তর। যদি কোনও কর্মী অনলাইনে আবেদন করতে না পারেন তাহলে তাঁকে সহযোগিতা করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।