photo

ব্যুরো নিউজ,৮ সেপ্টেম্বর: অফিসে বসের কাছে ছুটি চাইতে গিয়ে বকাঝকা খেতে হয়েছে অনেককেই। আর তার সাথে দিতে হয় বহু কৈফিয়ত। অতিরিক্ত ছুটি নিতে গেলে কাটা হয় বেতনও। আর এই পরিস্থিতিতে অফিস থেকে যদি প্রেম করার ছুটি দেয় তাও আবার বেতন না কেটে তাহলে ব্যাপারটা কেমন হয়।

আপনার জীবনে কি এই তিন রাশির বন্ধু আছে? জেনে নিন তারা আসলে কেমন স্বভাবের

দিচ্ছে আরও সুবিধা

সারাদিনে অফিসের কাজের চাপ। পরিবারকে সময় দেওয়ার মতো সময় নেই। বন্ধুবান্ধব তো অনেক দূরের ব্যাপার। আর এই ভাবে সময়ের সাথে কাজ করতে করতে একঘেয়েমি এসে যায় অনেকেরই। অনেকের আবার মানসিক সমস্যাও হতে শুরু করে যার ফলে অফিসের কাজে তার প্রভাব পড়ে। কর্মীদের চাঙ্গা রাখতে এবার এক সংস্থা নিল অভিনব সিদ্ধান্ত। ডেটিংয়ের জন্য ছুটি দিচ্ছে অফিস, অবাক হচ্ছেন তো অবাক হলেও ঘটনাটি সত্যি আর এই ছুটিতে কাটা হবে না বেতন।

আরজি কর কাণ্ডে নয়া মোড় । থিসিস পেপার ই কি মৃত্যুর কারণ ? 

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী জানা যায় থাইল্যান্ডের হেল্পলাইন গ্রুপ নামক এক মার্কিন সংস্থা তাদের কর্মীদের ডেটে যাওয়ার জন্য ছুটি দিচ্ছে তার সাথে কাঁটা হচ্ছে না সেই ছুটির বেতন।যাকে বলা হচ্ছে টিন্ডার লিভ। এই লিভ নিতে ব্যবহার করতে পারে টিন্ডার অ্যাপ শুধু ছুটি দিচ্ছে তা নয় টিন্ডার অ্যাপের গোল্ড ও প্ল্যাটিনাম সাবসক্রিপশনের খরচ বহন করছে ওই সংস্থা।মার্কিন ওই সংস্থার পক্ষ থেকে লিংকডইনের পোস্টে লেখা হয়েছে ‘আমাদের কর্মীরা কারো সঙ্গে ডেটে যাওয়ার জন্য টিন্ডার লিভ ব্যবহার করতে পারেন। এই পোস্ট দেখে আত্মহারা ওই সংস্থার কর্মীরা। জুলাই মাস থেকেই কর্মীদের ছুটি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ওই সংস্থা

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর