Nushrratt Bharuccha

ব্যুরো নিউজ,২১ এপ্রিল: বলিউডে তারকা সন্তানদের আধিপত্য নিয়ে বহু দিন ধরেই চলছে বিতর্ক। একের পর এক অভিনেতা-অভিনেত্রী প্রকাশ্যে এনেছেন তাঁদের অভিজ্ঞতা। এবার সেই তালিকায় নাম জুড়লেন অভিনেত্রী নুসরত বারুচা। অকপটে নিজের ক্ষোভ উগরে দিলেন ইন্ডাস্ট্রির ভেতরের স্বজনপোষণ প্রসঙ্গে। জানালেন, তাঁকে আজও অনেক পরিচালক চিনতেই চান না। অথচ সোনাক্ষী সিংহ বা শ্রদ্ধা কপূরের মতো অভিনেত্রীরা সহজেই পেয়ে যান সুযোগ— কারণ, তাঁরা তারকা সন্তান।

শান্তির মুখোশে লুকানো উত্তেজনার আগুন: কী বললেন মুখ্যমন্ত্রী?

নুসরত বলেন, “আমিও তো অনেক ছবিতে অভিনয় করেছি, প্রমাণ করেছি নিজেকে। কিন্তু আজও প্রযোজক বা পরিচালকদের কাছে গেলে অনেক সময় সাড়া মেলে না। ওরা (তারকা সন্তানরা) ফোন না করলেও কাজ পায়। আমি করেও পাই না।” তিনি আরও জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ‘পেয়ার কা পঞ্চনামা’ মুক্তির পর বহু দরজায় ঘুরেও কাজ মেলেনি।

শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি

পরিশ্রম করলে হবে’ — তবুও পিছিয়ে!

অভিনেত্রী জানান, তারকা সন্তানদের মতো সামাজিক সংযোগ বা বলিউডের দাদাগিরির সুযোগ তাঁর ছিল না। কিন্তু তা নিয়ে কখনও আপস করেননি। বরং নিজের জায়গা তৈরি করেছেন ধীরে ধীরে। পরিচালক কবীর খান, লাভ রঞ্জন, হনশল মেহতা, ও বিশাল ফুরিয়ার মতো ব্যক্তিত্বরা তাঁর কাজের প্রতি সম্মান দেখিয়েছেন, সময় দিয়েছেন। তাঁদের মাধ্যমেই তিনি দর্শকদের মন জয় করার সুযোগ পেয়েছেন।

শিকড়ে ফেরার চেয়ে মিষ্টি কিছু হয়? রাহুল দেখালেন কেমন করে জিতে নেয়া যায় ঘরের মাঠ!

তবে সহজ ছিল না সেই পথ। অনেক কম সুযোগ পেয়েও কখনও তারকা সন্তানদের সঙ্গে কৃত্রিম সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেননি বলে জানান নুসরত। অভিনেত্রী বিশ্বাস করেন, তারকা সন্তান না হয়েও, অভিনয়ের গুণে তিনি একদিন বলিউডে নিজের জায়গা পাকাপোক্তভাবে প্রতিষ্ঠা করবেন। বলিউডে সমান সুযোগের দাবি আজ নতুন কিছু নয়, তবে নুসরতের কণ্ঠে সেই অভিমান যেন আরও একবার ইন্ডাস্ট্রির বাস্তবতাকেই সামনে নিয়ে এল। আগামী দিনে তাঁর মতো আরও বহু শিল্পী হয়তো স্বপ্ন দেখবেন শুধুই প্রতিভার জোরে আলোর মুখ দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর