ব্যুরো নিউজ ১১ নভেম্বর :সোমবার দুপুরে নোয়াপাড়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা থেকে দমদম ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে মেট্রো চলাচল পুরোপুরি ব্যাহত হয়। ফলে ওই রুটে যাত্রীরা সমস্যায় পড়েন। অন্যদিকে, দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে দক্ষিণেশ্বর বরাহনগর এবং নোয়াপাড়া স্টেশনে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছিল।
আত্মহত্যা কমাতে কলকাতা মেট্রোতে গার্ডরেল বসানো নিয়ে নয়া বিতর্ক
দমদম-দক্ষিণেশ্বরের বন্ধ পরিষেবা
যাত্রীরা জানিয়েছেন, দক্ষিণেশ্বর থেকে কোনও মেট্রো দমদমে আসছে না এবং স্টেশনগুলিতে মাইকে পরিষেবা বন্ধের ঘোষণা করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভ্রাটের কারণ মিটিয়ে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে পরিষেবা কবে স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ। ফলে অনেক যাত্রী মেট্রোর ওপর ভরসা ছেড়ে বিকল্প পরিবহন হিসেবে ট্রেন বা সড়কপথে গন্তব্যে রওনা দিতে বাধ্য হয়েছেন।
ওড়িশার বিরুদ্ধে মোহনবাগানের রুদ্ধশ্বাস ড্র, চোট-সঙ্কটে জয় অধরা
এ ধরনের বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা আগেও ঘটেছে। সিগন্যাল সমস্যা বা বিদ্যুৎ বিভ্রাটের কারণে অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের মাঝে মাঝে এমন সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে দক্ষিণেশ্বর-দমদম রুটে এই সমস্যা বেশি দেখা যায়।
সাম্প্রতিককালে মেট্রো পরিষেবার ক্ষেত্রে আত্মহত্যার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। বিশেষত দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায়। মেট্রো কর্তৃপক্ষ এই প্রবণতা রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে এবং যাত্রীদের সচেতন করার চেষ্টা চালাচ্ছে। তবে আত্মহত্যার ঘটনা পুরোপুরি রোধ করা এখনও সম্ভব হয়নি। যা পরিষেবা ব্যাহত করছে এবং যাত্রীদের মানসিক চাপ বৃদ্ধি করছে।