মোহনবাগানের রুদ্ধশ্বাস ড্র

ব্যুরো নিউজ ১১ নভেম্বর : জয়ের হ্যাটট্রিক করে আইএসএলে আত্মবিশ্বাসী মোহনবাগান নামলেও ওড়িশার বিরুদ্ধে মাঠে নেমে কিছুটা বাধার সম্মুখীন হয় মোলিনার দল। গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্ট চোটের কারণে দলের বাইরে। অন্যদিকে, প্রতিপক্ষ দলে রয়েছেন মোহনবাগানের দুই প্রাক্তনী, হুগো বুমো ও রয় কৃষ্ণ।

ট্রাম্পের ফোন পুতিনকেঃ ‘ইউক্রেন যুদ্ধ শেষ করতে আলোচনায় বসতে চাই’

স্টুয়ার্টের অভাব পূরণের চেষ্টা করেন দিমি পেত্রাতোস

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে বসে সবুজ-মেরুন। ডানদিক থেকে আসা একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে ডিফেন্ডার আশিস রাই গোলকিপার বিশাল কাইথের হাতে বল তুলে দেন। কিন্তু রেফারি ক্রিস্টাল জন বক্সের মধ্যে ইনডিরেক্ট ফ্রিকিকের নির্দেশ দেন, যা নিয়ে আশ্চর্য হন মোহনবাগান শিবির। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন হুগো বুমো।ওড়িশার কাছে আরও গোলের সুযোগ আসে, বিশেষ করে রয় কৃষ্ণ গোলের মুখোমুখি ছিলেন। তবে গোলকিপার বিশাল কাইথের দক্ষতায় সেবার রক্ষা পায় মোহনবাগান। কিছুক্ষণ পর মোহনবাগান ছন্দ ফিরে পেতে থাকে। গ্রেগ স্টুয়ার্টের অভাব পূরণের চেষ্টা করেন দিমি পেত্রাতোস, যিনি সেট পিস থেকে গোলের সুযোগ তৈরি করতে থাকেন। ম্যাচের ৩৬ মিনিটে কর্নার থেকে মনবীর সিং দুর্দান্ত হেডে গোল করে সমতা ফেরান, যা ওড়িশার গোলকিপার অমরিন্দর সিং আটকাতে পারেননি।

শীতে রুক্ষশুস্ক ত্বককের জেল্লা ফিরিয়ে আনতে ব্যাবহার করুন আপেল ও শসার ম্যাজিকাল প্যাক!

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ওড়িশার ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিতে চেষ্টা করলেও মোহনবাগানের গোল রক্ষা করেন অমরিন্দর। বিপরীতে, বিশাল কাইথও একাধিকবার দলের পতন রোধ করেন। রয় কৃষ্ণ শেষের দিকে আরও আক্রমণাত্মক হয়ে উঠলেও, মোলিনা দলের কিছু পরিবর্তন করেও গোলের মুখ খুলতে পারেননি।

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর