ব্যুরো নিউজ,২৯ নভেম্বর:২০২৫ সালের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে।একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী বছরের শুরুতে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানোর পরিকল্পনা চলছে।যদিও এই ঘোষণা কবে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি, তবে এটা নিশ্চিত যে নতুন বছরের উপহার হিসেবে কর্মচারীরা ডিএ বাড়ানোর সুখবর পেতে পারেন।
মমতার বার্তাঃ একক সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেস চলবে না, অভিষেকের নির্দেশ মেনে চলুন
চার শতাংশ বৃদ্ধি
কত শতাংশ বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতা? বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ২০২৫ সালের জানুয়ারি থেকে তিন শতাংশ ডিএ বাড়ানো হতে পারে।বর্তমানে সেখানে কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ ডিএ পাচ্ছেন,যা বৃদ্ধি পেয়ে ৫৩ শতাংশ হবে। তবে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ফারাক কমানোর জন্য এটি যথেষ্ট নয়। কারণ, ২০২৫ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ আরও এক দফা বাড়ানো হতে পারে, ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে যে ফারাক রয়েছে, তা বজায় থাকবে।
লো-ভোল্টেজের সমস্যার সমাধানে নতুন সাবস্টেশন, শ্যামপুরে স্বাভাবিক হবে কি বিদ্যুৎ পরিষেবা?
এদিকে, কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে।একবার জানুয়ারিতে, আরেকবার জুলাইয়ে।জানুয়ারির মহার্ঘ ভাতা বাড়ানো হয় মার্চে, এবং জুলাইয়ের ভাতা ঘোষণা হয় সেপ্টেম্বর বা অক্টোবরে। ২০২৪ সালে যেমন জানুয়ারিতে চার শতাংশ এবং জুলাইয়ে তিন শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল, তেমনই আগামী বছরের জানুয়ারিতেও আরও কিছু শতাংশ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর ব্যাপারে এখনও নিশ্চিত কোনো ঘোষণা আসেনি।২০২৪ সালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের মোট আট শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে।জানুয়ারিতে চার শতাংশ এবং এপ্রিল মাসে আরেকটি চার শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।