দিল্লিতে কংগ্রেস-আপের মধ্যে নতুন দ্বন্দ্ব

ব্যুরো নিউজ,২৯ অক্টোবর:লোকসভা নির্বাচনের পর এবার দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে দেখা দিল নতুন ‘ফাটল’ । যদিও লোকসভা নির্বাচনে দু’দলের মধ্যে আসন রফা হয়েছে। দিল্লির বিধানসভা নির্বাচনে কেজরীওয়াল আগেই জানিয়ে দিয়েছেন যে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি হবে না।

কেন্দ্রের সতর্কতাঃ ডিজিটাল জালিয়াতির নতুন কৌশল

সব আসনে প্রার্থী দেবে কংগ্রেস

কংগ্রেস এবার ঘোষণা করেছে, তারা দিল্লির আপ সরকার ও কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি ময়দানে নামছে। কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার আদলে দিল্লিতে ‘ন্যায় যাত্রা’ শুরু করা হবে। এই যাত্রার মাধ্যমে কংগ্রেস অভিযোগ করেছে যে কেন্দ্র ও দিল্লির আপ সরকার একযোগে রাজধানীর বাসিন্দাদের প্রতি ‘অবিচার’ করছে।কংগ্রেস নেতৃত্বের মতে, দিল্লি দেশের রাজধানী হলেও এখানে অপরাধ, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং দূষণের সমস্যায় মানুষ ভুগছে। গত দশ বছরে কেন্দ্র ও দিল্লি সরকার সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে পারেনি। ৮ নভেম্বর রাজঘাট থেকে শুরু হবে এই ন্যায় যাত্রা, যা ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে কংগ্রেস আপ সরকারের বিরুদ্ধে প্রচার শুরু করলে আম আদমি পার্টিও পাল্টা আক্রমণ করতে প্রস্তুত।

সন্দীপ ঘোষের জামিনের শুনানিঃ হাই কোর্টে আগামী ৪ নভেম্বর পরবর্তী দিন ধার্য

কংগ্রেসের লক্ষ্য দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মূলত ২৫টি সীমানাবর্তী আসন, যার মধ্যে ৮টি মুসলিম অধ্যুষিত আসনও রয়েছে। কংগ্রেসের দাবি, সিএএ-বিরোধী আন্দোলন এবং উত্তর-পূর্ব দিল্লির হিংসার সময় কেজরীওয়াল মুসলিমদের পাশে দাঁড়াননি। ফলে তার মধ্যে মুসলিম সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতা কমেছে।আর এই সুযোগ নিতে চায় কংগ্রেস ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর