নৈহাটিতে গণপিটুনি

ব্যুরো নিউজ ১২ নভেম্বর : উত্তর ২৪ পরগনার নৈহাটি গণপিটুনির ঘটনার সাক্ষী হলো। চোর সন্দেহে উত্তেজিত জনতার হাতে প্রাণ হারিয়েছেন ২৭ বছরের যুবক সুরজ চৌধুরী। সোমবার রাতে স্থানীয় কিছু লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।এলাকায় আবাসন নির্মাণের সামগ্রী চুরি যাচ্ছিল, আর তার পিছনে সুরজ রয়েছে সন্দেহ ছিল । কোনো প্রমাণ ছাড়াই তাকে তুলে নিয়ে গিয়ে নির্দয়ভাবে মারধর করা হয়।

চিরবিদায় নিলেন কিংবদন্তী নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র

পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েছেন

সুরজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার বিশাল পুলিশবাহিনী। রাতভর অভিযানে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাজুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।স্থানীয়দের দাবি কয়েকদিন ধরেই নির্মাণের সামগ্রী চুরি হচ্ছিল।

পেঁয়াজে কালো দাগ স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর? জানুন কীভাবে এড়াবেন

এই ঘটনার জন্য সুরজকে দায়ী করে তাকে সন্দেহের বশে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে নির্মমভাবে গণপিটুনি দেওয়া হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সুরজের পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েছেন এবং এই হত্যার বিচার দাবি করেছেন।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর