ভারতের সংবাদমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য রটানো হচ্ছে

ব্যুরো নিউজ,১৫ নভেম্বর:বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, ভারতীয় সংবাদমাধ্যমগুলিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ভুল ও কুৎসামূলক খবর প্রচার করা হচ্ছে। নাহিদ বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি, আর এতে ভারত আমাদের সাহায্য করতে পারে। তবে ভারতীয় মিডিয়াগুলো আমাদের সরকার সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। ভারতের সরকার এই বিষয়ে একটি সীমা নির্ধারণ করে দিলে ভালো হবে।’

কুণাল ঘোষের বিস্ফোরক অভিযোগঃ ‘দলের নেতারা টুইট রিটুইটও করেন না, কর্মীদের আম্পায়ার হতে হবে’

প্রকল্পের সঙ্গে দুর্নীতি যুক্ত রয়েছে কি?


বিবিসি হিন্দির একটি সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলমান সহিংসতার প্রসঙ্গে প্রশ্নের উত্তর দেন। তিনি দাবি করেন, ‘বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। ভারতের এই বিষয়ে কিছু বলার নেই।’ তার মতে, বাংলাদেশের সরকার এই ধরনের পরিস্থিতি সামাল দিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, ‘যখন দুর্গাপুজোর সময় হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার আশঙ্কা ছিল, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত সদস্য মোতায়েন করে শান্তিপূর্ণভাবে পুজো উদযাপন নিশ্চিত করেছে।’ এছাড়া, নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের আগের সরকারগুলোর তুলনায় বর্তমান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আরও বেশি কাজ করছে। আগের সরকারগুলো রাজনৈতিক ফায়দা তুলেছিল সংখ্যালঘুদের দুর্দশা থেকে।’

পুলিশের বিরুদ্ধে টাকা তোলার গুরুতর অভিযোগঃ বালি পাচারে উঠে এল নতুন কেলেঙ্কারি

বাংলাদেশে ক্রমবর্ধমান কট্টরপন্থার বিষয়ে তিনি জানান, ‘বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই সহিংসতা বা উগ্রবাদী সংগঠনকে সমর্থন করে না। এ বিষয়ে ভারতও যে ন্যারেটিভটি প্রচার করছে তা একদম ভুল।’ এছাড়া, তিনি এও দাবি করেছেন, ‘বাংলাদেশ কখনোই কোনো দেশের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেনি। আমাদের ভারতসহ অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আগের মতোই চলছে। তবে বর্তমানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রকল্পগুলির পর্যালোচনা চলছে। এই পর্যালোচনার মাধ্যমে আমরা দেখতে চাই যে, কোনো প্রকল্পের সঙ্গে দুর্নীতি যুক্ত রয়েছে কি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর