ব্যুরো নিউজ, ২২ এপ্রিল: সংশোধিত ওয়াকফ আইন ঘিরে মুর্শিদাবাদে গত কয়েক দিন ধরে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে তিনি জানিয়ে দিলেন, মে মাসের প্রথম সপ্তাহেই তিনি মুর্শিদাবাদ সফরে যাবেন এবং অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন।
Tollywood Gosip: বিয়ের পরেও নিস্তার নেই প্রাক্তনের হাত থেকে তাই সোহিনী এবার রনং দেহি
মেদিনীপুর কলেজ মাঠে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অশান্তি হয়েছে, তা দুঃখজনক। তবে এটাও ঠিক, এই অশান্তি অনেকটাই বহিরাগতদের প্ররোচনায় ঘটেছে। আমরা তা খতিয়ে দেখছি এবং ষড়যন্ত্রের চেহারা সামনে আনব।’’ তিনি আরও জানান, যাঁরা অশান্তিতে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। প্রয়োজনে তাঁদের সন্তানদের পড়াশোনার খরচও বহন করা হবে।
মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল নবান্ন!
ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে রাজ্য সরকার
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অশান্তিতে যাঁদের বাড়ি বা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের তালিকা তৈরি হচ্ছে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাঁদের ব্যবসা ক্ষতির মুখে পড়েছে, তাঁদের আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থাও করবে সরকার। এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যসচিব মনোজ পন্থকে।
তিনি আরও জানান, ‘‘আমি মে মাসের শুরুতেই মুর্শিদাবাদে যাচ্ছি। তখন গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, সরকার আপনাদের পাশে আছে।’’ উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতা করে রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ, ফরাক্কা, সুতি-সহ একাধিক জায়গায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাণ হারিয়েছেন তিন জন। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকাবাসীর মনে এখনও আতঙ্ক রয়েছে। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর আশ্বাস ঘিরে কিছুটা স্বস্তি মিলছে সাধারণ মানুষের মধ্যে।