দার্জিলিং ও শিলিগুড়ি নিয়ে খুশির খবর দিলেন সাংসদ রাজু বিস্ত

ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি:আজ শহর শিলিগুড়িতে বিএসএনএল অফিসে একাধিক বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। এদিন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে অনলাইনের মাধ্যমে মিটিং ও করেন তিনি। তার পাশাপাশি দেশের নেটওয়ার্ককে আরও মজবুত করবার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় মিটিংয়ে।

মহারাষ্ট্রে ২৭ ফেব্রুয়ারিঃ মরাঠি ভাষা গৌরব দিবসের বিশেষ গুরুত্ব

টাওয়ার ইনস্টলেশন?

মিটিং এর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্ত জানান, আজকের বৈঠকে দার্জিলিং ও কালিম্পং কিভাবে BSNL-এর নেটওয়ার্ক আরো মজবুত করা যেতে পারে সে বিষয় নিয়েও আজ বৈঠক হয়।এর আগে ধসের কারণে নানান সময়ে কালিম্পঙ্গে বিএসএনএলের কানেক্টিভিটি বিক্ষিপ্ত হয়ে যেত তবে এবারে শিলিগুড়ি থেকে সরাসরি কানেক্টিভিটি হওয়াতে এই সমস্যা থেকে রেহায় পেতে চলেছে কালিম্পং এর বাসিন্দারা।

তার পাশাপাশি আরো বেশ কিছু জায়গায় নতুন করে টাওয়ার ইনস্টলেশন করতে চলেছে বিএসএনএল কর্তৃপক্ষ।এদিন সাংবাদিক বৈঠক থেকে 4g নেটওয়ার্ক নিয়েও কথা বলতে শোনা যায় মাননীয় সাংসদ কে। তিনি জানান শিলিগুড়ির বেশিরভাগ জায়গায় বিএসএনএলের ফোরজি নেটওয়ার্ক চলে এসেছে।

২৭ ফেব্রুয়ারি মরাঠি ভাষার গৌরব ও রাজভাষা দিবসের বিশেষ গুরুত্ব পড়ুন

পাশাপাশি বর্তমানে প্রায় ২৬০ কটি টাকা লাভে চলছে বিএসএনএল। এদিন মিটিংয়ে বিভিন্ন কর্মীরা ৫ থেকে ৬ মাসের টাকা পায়নি তার পাশাপাশি এদিন পিএফ, গ্রাজুয়েটির টাকা নিয়েও আলোচনা করা হয়। এ বিষয়ে সাংসদ জানান, এ বিষয় নিয়ে লেবার কমিশনার সাথে কথা বলে ব্যাপারটি দেখতে হবে।সব মিলিয়ে BSNL এর নেটওয়ার্ক কে আরো মজবুত করতেই এই সাংবাদিক বৈঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর