মোহনবাগান

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর : আইএসএলের লিগ শীর্ষে দারুণভাবে উঠে এল মোহনবাগান। ঘরের মাঠ যুবভারতীতে দিমি পেত্রাতোসদের দুরন্ত পারফরম্যান্সে জামশেদপুরকে ৩-০ ব্যবধানে পরাজিত করল মোলিনার দল। চোটের কারণে গ্রেগ স্টুয়ার্ট ও আশিস রাই দলে না থাকলেও তাদের অনুপস্থিতি টের পেতে দিলেন না মোহনবাগানের ফুটবলাররা। এই জয়ে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুকে পিছনে ফেলে গোলপার্থক্যে শীর্ষস্থানে পৌঁছে গেল সবুজ-মেরুন।

শৌচাগারে উদ্ধার ৪ বছরের শিশুর দেহ, রহস্য ঘনীভূত

ম্যাচের সেরা নির্বাচিত মনবীর

শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মোহনবাগান। প্রথম গোল আসে ম্যাচের ১৫ মিনিটে। দিমি পেত্রাতোসের কর্নার থেকে ক্লিয়ার হওয়া বল ডিফেন্ডার অলড্রেডের পায়ে পৌঁছায়। তিনি গোলার মতো শটে প্রথম গোল করেন। এরপরও আক্রমণের গতি কমেনি। ৪৪ মিনিটে দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় গোল করেন লিস্টন কোলাসো। ডিফেন্ডারদের কাটিয়ে অনায়াসে বল জালে জড়িয়ে দেন তিনি।দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের আধিপত্য বজায় থাকে। ৭৫ মিনিটে তৃতীয় গোলটি করেন ম্যাকলারেন। তবে গোল তৈরির আসল কৃতিত্ব মনবীর সিংয়ের যিনি মাঝমাঠ থেকে বল ধরে প্রতিপক্ষ গোলকিপারকে কাটিয়ে ম্যাকলারেনকে গোল করার সুযোগ করে দেন।

সাতসকালে উল্টোডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২টি ঘর

ম্যাচ শেষে যুবভারতীতে দেখা গেল এক অনন্য দৃশ্য। এশিয়ার সবচেয়ে বড় টিফো নিয়ে হাজির ছিলেন মোহনবাগানের সমর্থকরা। যেখানে লেখা ছিল ‘কেউ বিদেশি নন সবাই পরিবার। মোহনবাগানই সবার ঘর।’ জয়ের পর ফুটবলাররা এগিয়ে গিয়ে সমর্থকদের প্রয়াসকে সাধুবাদ জানান। ভাইকিং চ্যান্টে জমে ওঠে উৎসবের মুহূর্ত।

https://www.youtube.com/live/KYT31qHus7g?si=zNg28iIoBcdqIzdw

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর