সীমান্ত রক্ষায় দৃঢ় সংকল্পঃ দীপাবলিতে মোদীর বার্তা

ব্যুরো নিউজ,১ নভেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলির সকালে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দিওয়ালি পালন করেছেন এবং তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ভারতের সেনা যেমন দৃঢ়সঙ্কল্প নিয়ে এগিয়ে চলে, ভারতের জাতীয় নীতিও সেই সঙ্কল্পের সঙ্গে সামঞ্জস্য বিধান করেই তৈরি করা হয়।’ মোদী আরও জানিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলির জন্য স্পষ্ট সংকেত ভারত সীমান্তে এক ইঞ্চি জমিও ছাড়বে না।

২০২৪ সালের নভেম্বরঃ নতুন আর্থিক নিয়মাবলী ও পরিবর্তন

দেশের সেনাবাহিনীর শক্তি

গুজরাটের কচ্ছ অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে মোদী বলেন, ‘আমরা আমাদের সেনাদের সংকল্পকে বিশ্বাস করি, কিন্তু শত্রুদের কথায় বিশ্বাস করি না।’ তিনি ভারতের মানুষদের ওপর আস্থা প্রকাশ করে জানান, দেশের সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় সক্ষম।মোদী বলেন, ভারত সীমান্ত সমস্যাগুলির সমাধানে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে সেনাবাহিনীর অবদান প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, ‘সারা বিশ্বের কাছে আপনারা ভারতের শক্তির প্রতিনিধিত্ব করছেন।’ কচ্ছের অঞ্চলের প্রতিকূল আবহাওয়া ও ভৌগলিক বৈশিষ্ট্য সত্ত্বেও, এই স্থানে দিওয়ালি পালন করা মোদীর বিশেষ পছন্দ। তিনি ২০১৪ সাল থেকে এই অভ্যাস অব্যাহত রেখেছেন।

এপি ধিলোনের বাড়িতে হামলার তদন্তঃ অভিজিৎ কিংরা গ্রেফতার

সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দিওয়ালি উদযাপন করার কথা উল্লেখ করে মোদী বলেন, ‘এটি আমার কাছে অন্যতম সেরা অনুভূতি।’ একই সঙ্গে, তিনি বলেন, ‘এখন দেশে এমন একটি সরকার রয়েছে, যারা সীমান্তে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়।’ মোদী আরও উল্লেখ করেন, ‘আজ ভারত নিজেই ডুবোজাহাজ তৈরি করছে এবং তেজস বিমান আমাদের বায়ু সেনার শক্তিতে পরিণত হয়েছে। আগে ভারত বিদেশ থেকে অস্ত্র আমদানি করত, আর এখন আমরা বিশ্বজুড়ে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছি।’ মোদীর এই বার্তা দেশের সেনাবাহিনীর শক্তি সম্পর্কে জনগণের মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর