narendra modi at couchbihar

ব্যুরো নিউজ, ৪ এপ্রিল : বৃহস্পতিবার কোচবিহারে দুই হাইভোল্টেজ সভার দিকে নজর ছিল সকলের। একদিকে মাথাভাঙার সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করতে দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, কোচবিহারের সভা থেকে সিএএ, দিল্লিতে সরকার গঠন সহ একাধিক ইস্যুতে কার্যত হুঙ্কার দিতে দেখা গেল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে।

ভোটের প্রচার জানার জন্য নয়া উদ্যোগ!হোয়াট্‌সঅ্যাপের ব্যবস্থা করলেন ইউসুফ পাঠান!

‘উদ্দেশ্য সঠিক হলে পরিণাম সফল হবে’

সিএএ নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা হয়েছে। অন্যদিকে সিএএ লাগু হওয়ার পর এই প্রথমবার বাংলায় এলেন নরেন্দ্র মোদি। সিএএ নিয়ে বিরোধীরা ভুল বোঝাচ্ছে বলেও জানান তিনি। ‘সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি। বাংলার সব পরিবারকে আমি বলব, তৃণমূল, বামেরা ভয় দেখাবে। কিন্তু কেউ ভয় পাবেন না। আপনারা ১০ বছর আমার কাজ দেখেছেন। আপনারা মোদির গ্যারান্টিতে নিশ্চিন্তে ভরসা করতে পারেন।’ কোচবিহারের সভা থেকে এইভাবেই সিএএ নিয়ে বাংলার মানুষের উদ্দেশ্যে বার্তা দেন মোদি।

শিক্ষামন্ত্রীকে সরানো সুপারিশ রাজ্যপালের

অন্যদিকে এদিন কোচবিহারের সভা থেকে রাজ্য সরকারকে কার্যত বুঝিয়ে দিলেন, লোকসভা ভোটটা রাজ্যের ভোট নয়, কেন্দ্রের ভোট। আর কেন্দ্রে একমাত্র নরেন্দ্র মোদিই মজবুত সরকার গঠন করতে পারে।

এর পাশাপাশি মোদি বলেন, যে কোনো কাজের উদ্দেশ্য সঠিক হলে তার পরিণাম সফল হবে। আর এই সূত্র ধরেই তিনি বলেন, ৩৭০ ধারা বাতিলের জন্য তাঁর সফল ছিল বলেই ৩৭০ ধারা বাতিল করতে পেরেছেন, সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণ করতে পেরেছেন। শুধু তাই নয়, রামমন্দির তৈরি করতে পেরেছেন। ‘এই ১০ বছরে যা যা হয়েছে, সবটাই ট্রেলার। আমাকে আরও অনেক কাজ করতে হবে। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’ কোচবিহারের সভা থেকে কার্যত এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর