ক্যানসারকে হারিয়ে কাজে ফিরছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী

ব্যুরো নিউজ, ২১ জানুয়ারি :ক্যানসারের বিরুদ্ধে অদম্য যুদ্ধ চালাচ্ছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। গত বছরের মাঝামাঝি সময়ে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আসে, কিন্তু তিনি থেমে থাকেননি। কেমোথেরাপি চলছে, শরীরের ওপর তার প্রভাব স্পষ্ট হলেও মনের শক্তি আগের মতোই অটুট। শারীরিক দুর্বলতার কারণে কিছু সময়ের জন্য তিনি হরগৌরীর পাইস হোটেল থেকে সরে দাঁড়িয়েছিলেন, তবে সেই কঠিন সময়ে তাঁর সহকর্মীরা, বন্ধু এবং পরিবারের ভালোবাসা তাঁকে সহায়তা দিয়েছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা যোগেশ মহাজন

সুস্থ হয়ে ওঠার দৃষ্টান্ত

শরীরের ওজন কমে গেছে, মাথার চুল উঠে গেছে, কিন্তু মনের জোর অটুট রয়েছে। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছেই, তবে মিঠু চক্রবর্তী এখন অনেকটা সুস্থ। তার রোগটি খুব শুরুর দিকে ধরা পড়েছিল এবং সে কারণে তিনি এখন অনেকটাই সুস্থ। বর্তমানে তিনি আশাবাদী যে সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে ক্যানসারকে পুরোপুরি জয় করা সম্ভব।এমনকি তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার স্বামী সব্যসাচী, তাঁর পাশে রয়েছেন। সম্প্রতি, মিঠু দেবীকে তাঁর বড় বউমা ঋদ্ধিমার জন্মদিনে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে, যা তাঁর সুস্থ হয়ে ওঠার দৃষ্টান্ত।

চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনে জটিলতা: বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চলমান আইনি লড়াই

বেশ কিছুদিন পর প্রযোজক নীলাঞ্জনা মিঠু চক্রবর্তীকে শ্যুটিং সেটে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তাঁকে জড়িয়ে ধরে। মিঠু চক্রবর্তী জানিয়েছেন, তিনি খুব শীঘ্রই কাজে ফিরবেন এবং মার্চ মাস থেকেই শ্যুটিং ফ্লোরে ফিরে কাজ শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর