ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর :নয়ডার সেক্টর ৭৪-এর জনপ্রিয় ব্যাঙ্কোয়েট হল লোটাস গ্রান্ডেওর-এ মাঝরাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল গোটা অনুষ্ঠানভবনটি। ঘটনায় এক ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর আশঙ্কা করা হচ্ছে যে ভিতরে আরও কেউ আটকে থাকতে পারেন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল ও পুলিশ।
বাজি কিনতে গিয়ে প্রাণ গেল দশ বছরের শিশুর
ঘটনাস্থলে উপস্থিত দমকলের ১৫টি ইঞ্জিন
দেনার চাপ সহ্য করতে না পেরে মেয়েকে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার
ঘটনাটি ঘটে আজ ভোররাতে যখন দমকলের প্রথম দলটি মাত্র ১৫ মিনিটের মধ্যেই পৌঁছে যায়। তবে ব্যাঙ্কোয়েট হলটির বিশাল আয়তন এবং ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং এখনও আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকলের প্রায় ১৫টি ইঞ্জিন। যারা একযোগে হয়ে এখন আগুন নেভানোর চেষ্টা চালাছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোটাস গ্রান্ডেওর ব্যাঙ্কোয়েট হলে রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের কাজ চলছিল। এক ইলেকট্রিশিয়ান কাজ করার সময়ই হঠাৎ করে আগুন লাগে এবং তিনি আর বের হতে পারেননি। ইতিমধ্যে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এখনো হলের ভেতরে কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতার বুকে মার্চের মধ্যেই কমতে পারে ১২০০ বাস!
নয়ডার ডিসিপি রাম বদন সিং সংবাদমাধ্যমকে জানান, রাত সাড়ে তিনটে নাগাদ দমকল আগুন লাগার খবর পায় এবং সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।