শোভাবাজারে মেট্রোতে

ব্যুরো নিউজ, ৮ নভেম্ববর :ফের মেট্রো ট্রেনে আত্মহত্যার চেষ্টা! দমদম থেকে নিউ গড়িয়া গামী মেট্রোর ডাউন লাইনে শোভাবাজার স্টেশনে একটি মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছে এক যুবক। মেট্রো সূত্রে জানা গেছে, এই ঘটনার পর ডাউন লাইনে সমস্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে গেছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে দমদম এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে।

অভিনেতা নীতীন চৌহানের মাত্র ৩৫-এ জীবনাবসান, আত্মহত্যার প্রাথমিক সন্দেহে চাঞ্চল্য টেলিপাড়ায়

বিপাকে পড়েন মেট্রো যাত্রীরা

আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ মুক্তির দিন চূড়ান্ত, প্রথম দিনেই ২৭০ কোটির রেকর্ড গড়তে চলেছে

আজ দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ শোভাবাজার স্টেশনে একটি মেট্রো ঢুকছিল। ঠিক তখনই ওই যুবক আচমকাই ঝাঁপ দেয়। ঘটনাস্থলে মেট্রোর কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছেন এবং থার্ড লাইনে পাওয়ার ব্লক করে কাজ চালিয়ে যাচ্ছেন। মেট্রোর টেকনিক্যাল স্টাফও ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে কেন ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তা এখনও পরিষ্কার নয়।

এই ঘটনা ঘটার পর শোভাবাজার স্টেশনে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। একাধিক মেট্রো স্তব্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রীদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যাত্রীরা ট্রেন না চলার কারণে বিপাকে পড়েন। মেট্রো চলাচলের এই ব্যাঘাতের ফলে শহরের স্বাভাবিক পরিবহণ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর