মেট্রো পরিষেবায় বিভ্রাট

ব্যুরো নিউজ ১১ নভেম্বর : সোমবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানানো হয়েছিল এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত সুড়ঙ্গে কাজের জন্য কিছু সময়ের জন্য মেট্রো পরিষেবায় পরিবর্তন ঘটবে। আজ সকালে নোয়াপাড়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো পরিষেবা দুপুর ১২টা থেকে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে কর্মব্যস্ত দিনের শুরুতেই অফিস যাওয়ার যাত্রীরা বিপদে পড়েন। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকলেওা দক্ষিণেশ্বর এবং এর আশেপাশের এলাকায় পরিষেবা পুরোপুরি থমকে যায়।

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের না যাওয়ার সিদ্ধান্তঃ ক্রীড়া আদালতে পিসিবি

মেট্রোতে যাতায়াত এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে

বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো চলাচল বিঘ্নিত হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে অফিসযাত্রীরা এই বিভ্রাটে মারাত্মক সমস্যার সম্মুখীন হন। স্টেশনে মাইকের মাধ্যমে পরিস্থিতি জানানো হলেও অনেক যাত্রী বিকল্প পথ বেছে নিতে বাধ্য হন। নোয়াপাড়া, বরাহনগর এবং দক্ষিণেশ্বর স্টেশনগুলোতে টিকিট দেওয়া বন্ধ রাখা হয়েছে। মেট্রো রেলের কর্মীরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করলেও পরিষেবা কবে স্বাভাবিক হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।এই ঘটনায় মেট্রো রেলের রক্ষণাবেক্ষণের ওপর আবার প্রশ্ন উঠেছে। আগেও সিগন্যাল বিভ্রাট এবং পরিষেবা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছিল। যাত্রীদের অভিযোগ,মেট্রোতে যাতায়াত এখন আতঙ্কের মতো হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, “কখনো সিগন্যাল বিভ্রাট হবে, কখনো আত্মহত্যার ঘটনা ঘটবে, কখনো বা দুর্ঘটনা ঘটবে—এমন অনিশ্চয়তায় যাত্রীদের চাপা অস্থিরতা বেড়েই চলেছে।”

তরুণ সংঘের কালীপুজোয় রামপ্রসাদী থিম

এদিকে, মেট্রো রেলের পক্ষ থেকে এখনও কেউ এই বিষয়ে মুখ খোলেনি। যাত্রীরা মেট্রো পরিষেবা ঠিকঠাক না হলে জনগণের সুবিধা পাওয়ার আশা করছেন না। দক্ষিণেশ্বর ও কবি সুভাষ লাইনে আত্মহত্যার ঘটনা বেশি ঘটছে, এবং এই পরিস্থিতি নিয়ে শহরে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর