ব্যুরো নিউজ, ৪ এপ্রিল : ‘যার বিয়ে সে নিজেই পুরোহিত’ বিজেপি আর নির্বাচন কমিশন এক হয়ে কাজ করছে। সেই কারণেই নির্বাচনী আচরণ বিধি মানে না বিজেপি।’ বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটের সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই নিয়ে তৃতীয় বার খারিজ হল কেজরীওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর মামলা! কী বলল দিল্লী হাইকোর্ট?
দেবাশিস ধরকে প্রার্থী করা নিয়েও প্রশ্নের মুখে গেরুয়া শিবির
শাহজাহানের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি বিপদ বাড়ছে সন্দেশখালির বেতাজ বাদশার
এর পাশাপাশি এদিন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেও সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার সংবিধান বা আইন মানে? ওদের একটাই নীতি, এক দেশ, এক দল। বিজেপি বলছে ভোট দাও, এজেন্সি থেকে মুক্তি পাও। কেন আবাসের বাড়ি এখন করতে দিচ্ছে না নির্বাচন কমিশন, বিজেপি বললে তবে ছাড়বেন টাকা। এটা তো প্রশাসনের সিদ্ধান্ত। নির্বাচন বিধি লাগু আছে তাই এখন তো কিছু বলতে পারি না। এখন বিজেপির পার্টি অফিস থেকে ফোন করে বলছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে আমরাই ঠিক করে দেব। কমিশনকে অনুরোধ, বিষয়টা ঝুলিয়ে রাখবেন না’।
উল্লেখ্য, বিজেপি এবার প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে প্রার্থী করেছে। দেবাশিস ধরকে প্রার্থী করা নিয়েও এদিন বিজেপিকে এক হাত নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ২০২১ এ বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে গুলি করে হত্যা করা হয়। সেই সময় গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এই দেবাশিস ধর। রাজ্য সরকার এখনো তাঁকে ক্লিনচিট দেয়নি। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার তাঁকে ক্লিনচিট দিয়ে কিভাবে