ব্যুরো নিউজ, ১০ মার্চ: এবার হুগলিতে সম্মুখ সমরে লকেট চ্যাটার্জি ও রচনা বন্দ্যোপাধ্যায়। ২৪ এর লোকসভা নির্বাচনে দুজনের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা ইতিমধ্যে স্পষ্ট। রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগণ সভায় যে বড় চমক থাকবে তা আগেই জানিয়েছিল শাসক শিবির। প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলুন জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব। জল্পনা চলছিল কদিন ধরেই। প্রার্থী তালিকা ঘোষণা হতেই সেই জল্পনার অবসান ঘটলো। হুগলি থেকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়কে। দুজনের কেরিয়ার অভিনয় দিয়ে শুরু হয়েছিল। বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করতেও দেখা গিয়েছে দুজনক। যদিও প্রায় ১০ বছর হলো অভিনয় জগত থেকে অবসর নিয়েছেন লকেট। অন্যদিকে রচনাও সিনেমায় সেভাবে অভিনয় না করলেও রিয়্যালিটি শোয়ের হোস্ট হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে রচনা। আর এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করবেন দিদি নাম্বার ওয়ান। যদিও রাজনীতির ময়দানে অনেক আগে থেকে রয়েছেন লকেট চ্যাটার্জি। সেক্ষেত্রে রচনা বন্দ্যোপাধ্যায় কতটা সুবিধা করতে পারবে সে নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। অন্য এক অংশের মতে রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকেই হাতিয়ার করতে চাইছে ঘাসফুল শিবির।
ডাক বিভাগের নাম করে প্রতারণা! সাবধান করল ইন্ডিয়া পোস্ট
‘রচনা লড়লেও কিছু করতে পারবে না’
উল্লেখ্য ২০১৯ এ লোকসভা নির্বাচনে হুগলিতে তৃণমূলকে হারিয়ে জমি দখল করেছিল গেরুয়া শিবির। সেবার তৃণমূল প্রার্থী ডঃ রত্না দে নাগকে হারিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই হারানো জমি পুনরুদ্ধারে রচনাকে হাতিয়ার করা হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় হাওয়ায় একেবারেই চিন্তিত নন লকেট চ্যাটার্জি। প্রার্থী ঘোষণার পর লকেট জানান, এটা আসলে মোদীজি ভার্সেস মমতা লড়াই। রচনা লড়লেও কিছু করতে পারবেন না। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি নিজে কাজ করেছি অনেক জায়গায়। আমরা দুজনে সহশিল্পী ছিলাম। কিন্তু রচনা ভার্সেস লকেট লড়াই কেউ মানবে না।