ভারতে আসছেন মেসি? শতদ্রুর পোস্ট ঘিরে ফুটবলপ্রেমীদের জল্পনা তুঙ্গে

ব্যুরো নিউজ,১ মার্চ :বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি আবারও ভারতের মাটিতে পা রাখতে পারেন! ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত সম্প্রতি মেসির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন, যা ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

উত্তরাখণ্ডে তুষারধস চলছে যুদ্ধকালীন উদ্ধারকাজ, এখনও আটকে ২৪ শ্রমিক

মেসিকে ভারতে আনার চেষ্টা চলছে

শতদ্রু দত্ত এর আগেও বহু বিশ্বখ্যাত ফুটবলারকে কলকাতায় এনেছেন। তার উদ্যোগেই এসেছিলেন ব্রাজিলের কিংবদন্তি কাফু, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো। বহুদিন ধরেই তিনি মেসিকে ভারতে আনার চেষ্টা করছেন এবং এবার সরাসরি মেসির সঙ্গে দেখা করে তাকে ভারতের নানা উপহারও দিয়েছেন।শতদ্রুর পোস্টে এখনও নিশ্চিত কোনো তথ্য নেই, তবে তার উচ্ছ্বাস থেকে আশাবাদী ফুটবলপ্রেমীরা। জানা যাচ্ছে, চলতি বছর আর্জেন্টিনা জাতীয় দল কেরলে একটি ম্যাচ খেলতে পারে। যদিও সেই দলে মেসি থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

কলকাতা ও মেসির বিশেষ সম্পর্ক

২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি প্রথমবার আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে খেলেছিলেন। সেই সময় তিনি আন্তর্জাতিক ফুটবলে কোনো ট্রফি জেতেননি। কিন্তু আজকের মেসি কোপা আমেরিকা, ফাইনালিসিমা এবং বিশ্বকাপজয়ী এক ফুটবল মহাতারকা

মার্চে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, একই থাকল ঘরোয়া সিলিন্ডারের মূল্য

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস

সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করে শতদ্রু দত্ত শাহরুখ খানের বিখ্যাত সংলাপ মনে করিয়ে লিখেছেন, “অন্তর থেকে কিছু চাইলে গোটা দুনিয়া তোমাকে সেটা পাইয়ে দেওয়ার চেষ্টা করবে।” তার এই পোস্টের পর থেকেই জল্পনা শুরু হয়েছে— তাহলে কি সত্যিই কলকাতায় আসছেন মেসি?

যদি সব পরিকল্পনা সফল হয়, তবে এক দশকেরও বেশি সময় পর আবারও ভারতের মাটিতে দেখা যেতে পারে ফুটবল জাদুকর লিওনেল মেসিকে। এখন শুধু ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন—এই স্বপ্ন সত্যি হওয়ার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর