ব্যুরো নিউজ,২ নভেম্ববর :মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া কায়েতপাড়া সংলগ্ন এলাকায় চা বাগানের নিষিদ্ধ কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ফাঁদে আটকে যাওয়ার পর প্রাণপণে মুক্তি পাওয়ার চেষ্টা করতে গিয়ে চিতাবাঘটির শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় মানুষের ঢল নামে। পাশাপাশি সংলগ্ন এলাকার বিভিন্ন রিসোর্টে থাকা পর্যটকরাও ছুটে আসেন এই বিরল দৃশ্য দেখতে। পরিস্থিতি সামাল দিতে এবং চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধারের জন্য দ্রুত বনদফতরকে খবর দেওয়া হয়।
৭৩ বছরে উষ্ণতম অক্টোবর দিল্লি বাংলায় পারদ ওঠানামা, শীত দূরে
ঘুমপাড়ানি গুলিতে কাবু চিতাবাঘটি
শর্ট-সার্কিটে বহুতল আবাসনে ভয়াবহ আগুন, চাঞ্চল্য নারায়ণপুরে
খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ধূপঝোড়া বিট এবং খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। প্রথমে তারা এলাকাটি জালের মাধ্যমে ঘিরে ফেলেন যাতে চিতাবাঘটি আরও আহত না হয়। তারপর ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে কাবু করা হয়। পরে তাকে সাবধানে উদ্ধার করে নিয়ে যায় বনদফতর।
খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, ‘খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পূর্ণবয়স্ক চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে উদ্ধার করা হয়েছে। লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে তার প্রাথমিক চিকিৎসা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
বাগডোগরা বিমানবন্দর পাচ্ছে নতুন পরিচিতি, চলছে নাম পরিবর্তনের আলোচনা
এই অঞ্চলের খুব কাছেই রয়েছে গরুমারা জঙ্গল তাই মাঝেমধ্যেই হাতি, চিতাবাঘসহ অন্যান্য বন্যপ্রাণীরা গ্রাম এবং চা বাগানে ঢুকে পড়ে। এলাকাবাসীর দাবি এর আগেও বহুবার চা বাগানে চিতাবাঘ দেখা গিয়েছে। তারা বনদফতরের কাছে চিতাবাঘ ধরার জন্য ওই অঞ্চলে খাঁচা বসানোর ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।