চিন্ময় প্রভুর পক্ষে আইনজীবী দাঁড়ালেই গণপিটুনি

ব্যুরো নিউজ,৪ ডিসেম্বর:চট্টগ্রামে আইনজীবীরা অভিযোগ করেছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী দাঁড়ানোর চেষ্টা করলে তাকে আদালতে পেটানো হবে।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, এক আইনজীবী বলছেন ‘ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আরিফ হত্যা মামলায় আসামি করা না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। যদি কেউ সাহস করে তার পক্ষে সওয়াল করতে যায় বা ওকালতনামা দাখিল করে তাহলে তাকে সঙ্গে সঙ্গে আদালতের ভিতরে গণপিটুনি দেওয়া হবে।’

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলাঃ দিল্লির জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারির প্রতিবাদ

বিরুদ্ধে মামলা


এ ঘটনার পেছনে রয়েছে চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানি।এই মামলা চট্টগ্রাম মহানগর দায়রা জজ মহম্মদ সাইফুল ইসলামের আদালতে চলছিল। তবে ওই শুনানিতে চিন্ময় প্রভুর পক্ষে কোনও আইনজীবী সওয়াল করেননি।হুমকি-ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। এর ফলে আগামী ২ জানুয়ারি আবারও শুনানি হবে।আইনজীবীদের এই ধরনের আচরণের ফলে চট্টগ্রাম আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ-ভারত অশান্তিতে সঙ্গীতশিল্পী মহীতোষ তালুকদার তাপসের শান্তির বার্তা,কি বললেন তিনি?

আইনজীবীরা দাবি করেছেন গত ২৬ নভেম্বর চিন্ময় প্রভুকে আদালতে পেশ করার পর আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় তার নাম অন্তর্ভুক্ত করতে হবে।সাইফুল ইসলাম হত্যার ঘটনায় ইতিমধ্যে পুলিশ নজনকে গ্রেফতার করেছে, কিন্তু তাদের মধ্যে চিন্ময় প্রভুর নাম নেই।চিন্ময় প্রভু বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, আদালতে পেশ হওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়েছিল।যদিও এখন পর্যন্ত সাইফুল ইসলাম হত্যার সঙ্গে চিন্ময় প্রভুর কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তবুও আইনজীবীরা তার বিরুদ্ধে মামলা করার দাবি জানাচ্ছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর