শর্মিলা চন্দ্র, ২৩ মার্চ: টলিপাড়ায় আবারো নক্ষত্রপতন। প্রয়াত বর্ষিয়ান অভিনেতা পার্থসারথি দেব। বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার রাত ১১.৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন পার্থসারথি দেব। সিওপিডি-র সমস্যা ছিল তাঁর। বর্ষিয়ান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। আর্টিস্ট ফোরামের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফোরামের সহ সভাপতি পার্থসারথি দেব আর নেই। তাঁর অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত গোটা ফোরাম।
১৪ ঘন্টা তল্লাশি, মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা
টলিপাড়ায় শোকের ছায়া
গত ১৭ মার্চই তাঁকে ভেন্টিলেশনে রাখার খবর প্রকাশ্যে এসেছিল। তাঁর অসুস্থতার সময় পরিবারকে পাশে পাওয়া যায়নি। কারণ তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন স্ত্রী বিনীতা। এর পরেই আইনি বিচ্ছেদ হয় তাদের। প্রাক্তন স্বামীর অসুস্থতার খবর অজানা নয় তাঁর, তবে অভিনেতার অসুস্থতায় প্রাক্তন স্ত্রী বিনীতা বা তাঁর মেয়ে কেউই খোঁজ নেননি বলেই খবর।
শনিবার সাত সকালে মহুয়া মৈত্রের বাবার কলকাতার বাড়িতে CBI হানা!
দীর্ঘ ৪০ বছর অভিনয় দুনিয়ার সঙ্গে জুড়ে ছিলেন অভিনেতা পার্থসারথি দেব। বহু ধারাবাহিক সহ ২০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। নাটকের মঞ্চেও দেখা মিলেছে তাঁর। ‘চুনী-পান্না’, ‘জয়ী’, ‘মিঠাই’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে অভিনেতাকে।