ব্যুরো নিউজ,৫ ফেব্রুয়ারি :চলতি মাসে দু’দিন সম্পূর্ণ বন্ধ থাকবে কলকাতা মেট্রোর দুটি রুট—শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন-১) এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (গ্রিন লাইন-২)। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসিএল) জানিয়েছে, ৮ মার্চ (শনিবার) ও ৯ মার্চ (রবিবার) এই রুটগুলিতে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
ভারতে কমেছে দারিদ্র! ৩০ কোটি মানুষ দারিদ্রসীমার ওপরে, দাবি শমিকা রবির
কেন বন্ধ থাকছে মেট্রো?
শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত নতুন মেট্রোপথ তৈরির কাজ প্রায় শেষের পথে। কিন্তু কিছু পরীক্ষা এখনো বাকি আছে। তাই পুরো রুটে মেট্রো বন্ধ রেখে পরীক্ষা চালানো হবে।শনি-রবির পাশাপাশি, ৭ মার্চ (শুক্রবার) ও ১১ মার্চ (সোমবার) পরিষেবা আংশিক ব্যাহত হবে।
🔹 ৭ মার্চ (শুক্রবার) বিকেল থেকে পরিষেবা সীমিত থাকবে
- শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের শেষ মেট্রো সন্ধ্যা ৭:০৩
- সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের শেষ মেট্রো সন্ধ্যা ৭:০৫
- এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো সন্ধ্যা ৭:০০
🔹 ১১ মার্চ (সোমবার) সকালে পরিষেবা দেরিতে শুরু হবে
- শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের প্রথম মেট্রো সকাল ৮:১৫
- সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের প্রথম মেট্রো সকাল ৮:০৫
- এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো সকাল ৮:০০
লাদাখে চিনা সেনার মোকাবিলায় আসছে ভারতীয় হালকা ট্যাঙ্ক ‘জোরাবর’
বৌবাজার সুড়ঙ্গ সমস্যার কারণে দেরি
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মাটির নিচে দুটি সুড়ঙ্গ রয়েছে। পূর্বমুখী সুড়ঙ্গের কাজ আগেই শেষ হয়েছে, কিন্তু বৌবাজারের কাছে পশ্চিমমুখী সুড়ঙ্গ তৈরিতে সমস্যা হয়েছে।২০১৯ সালে সুড়ঙ্গ কাটার সময় বৌবাজারে ধস নামে, ফলে কাজ বন্ধ হয়ে যায়। পরে ২০২২ সালে জল ঢুকে নতুন সমস্যা তৈরি হয়। তবে এখন কাজ দ্রুত গতিতে চলছে এবং খুব শীঘ্রই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।