কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম বর্ষে চাঁদের হাট

ব্যুরো নিউজ,৫ ডিসেম্বর:শুরু হলো ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কিফ)। নজরকাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলো করে ছিলেন চলচ্চিত্র ও ক্রীড়া জগতের তারকারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেব, সৌরভ গঙ্গোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহার সঙ্গে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন। টলিউডের একাধিক তারকার উপস্থিতি মঞ্চকে আরও জমকালো করে তোলে।

কলকাতা চলচ্চিত্র উৎসব ২০২৪, প্রথম দিনের চমক ও দেখার সময়সূচি

শ্রদ্ধা জানানো হয়


অনুষ্ঠানে হাজির ছিলেন দীপঙ্কর দে, দুলাল লাহিড়ী, মাধবী মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তীসহ বহু বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী। শতাব্দী রায়, পাওলি দাম, দেবলীনা কুমার, সৌমিতৃষা কুন্ডু, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, কৌশানি মুখোপাধ্যায়, এবং অন্যান্য তরুণ তারকারাও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হয়ে ওঠেন।রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে সংবর্ধনা জানান। দেব সংবর্ধিত করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। রুক্মিণী মৈত্র সংবর্ধনা জানান বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে ও রঞ্জিত মল্লিককে। কৌশানি মুখোপাধ্যায়ের হাত ধরে সংবর্ধনা পান সব্যসাচী ও চিরঞ্জিত চক্রবর্তী।

নতুন বছরে উত্তর-দক্ষিণবঙ্গের সংযোগ আরও সহজ, কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষের পথে

অনুষ্ঠানের সূচনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনায়। সঞ্চালনায় ছিলেন যিশু সেনগুপ্ত ও জুন মালিয়া। থিম সং পরিবেশন করেন গায়ক নচিকেতা চক্রবর্তী।এদিন উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় তপন সিনহার কালজয়ী ছবি গল্প হলেও সত্যি। এ বছর উৎসবে তপন সিনহা ছাড়াও গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী, মনোজ মিত্রদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর