কলকাতা চলচ্চিত্র উৎসব ২০২৪

ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর : শীতের কলকাতায় শুরু হলো বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF 2024)। বুধবার থেকে নন্দন-সহ একাধিক প্রেক্ষাগৃহে সিনেপ্রেমীদের জন্য শুরু এই মহোৎসব। প্রথম দিনেই থাকছে নস্ট্যালজিয়া ও সমসাময়িক সিনেমার অনন্য মেলবন্ধন। দেখে নিন কোথায় কী সিনেমা দেখার সুযোগ পাবেন।

রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় বিএসএফ জওয়ানের মৃত্যু

নন্দন ১:
সকাল ৯টায় শুরু হবে তপন সিনহার কালজয়ী ছবি ‘কাবুলিওয়ালা’, যা আপনাকে পঞ্চাশের দশকের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে। সন্ধে ৭টায় স্পেশাল স্ক্রিনিং হিসেবে দেখানো হবে পাবলো সিজারের প্রশংসিত ছবি ‘থিঙ্কিং অফ হিম’, যা নিয়ে সিনেপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।

নন্দন ২:
বেলা দেড়টায় থাকছে রনজিৎ রায়ের ‘পুতুলনামা’। সন্ধে সাড়ে ৬টায় দেখা যাবে ফরাসি ছবি ‘হোয়েন ফল ইজ কামিং’, যা চলতি বছর ফ্রান্সে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নন্দন ৩:
বিকেল ৫টায় থাকছে রেজওয়ান রব্বানি শেখ পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘কালীকথা কলিকাতা’, যেখানে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ফুটে উঠেছে তিলোত্তমার সৌন্দর্য।

শিশির মঞ্চ:
দুপুর দেড়টায় সুমন ঘোষ পরিচালিত তথ্যচিত্র ‘পরমা’ দেখানো হবে, যা অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের জীবন ও ক্যারিয়ারকে তুলে ধরেছে। ক্যামেরার সামনে ও পেছনের অপর্ণা সেনের জার্নি এই তথ্যচিত্রের প্রধান আকর্ষণ।

আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়াতে চান? জেনে নিন কিছু সহজ উপায়

রবীন্দ্র সদন:
সন্ধে ৬টায় থাকবে অর্ক মুখোপাধ্যায় পরিচালিত বাংলা প্যানোরমা ‘কাল্পনিক’, যা দর্শকদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে।

প্রথম দিনেই নানা দেশের এবং বাংলার সিনেমার সমৃদ্ধ সম্ভার দেখে মুগ্ধ হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না। এবার KIFF 2024-এ প্রথম দিনই উন্মোচিত হলো সিনেমার জগতে এক অনন্য আবেশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর