তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ষড়যন্ত্রের মূল নায়ক আফরোজ় গ্রেফতার

ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুন করার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছেন আফরোজ় খান, যিনি গুলজ়ার নামেও পরিচিত। শনিবার, পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।সেই সময় তিনি বাইকে চেপে বিহারে পালানোর চেষ্টা করছিলেন। গ্রেফতারের পর, আফরোজ় স্বীকার করেন যে, সুশান্ত ঘোষকে খুন করার জন্য তাকে একটি স্থানীয় ব্যক্তির মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছিল।

ইরানের গোপন পরমাণু অস্ত্র গবেষণাগার ধ্বংস করল ইজ়রায়েল, কৃত্রিম উপগ্রহচিত্রে প্রকাশ

রহস্য আরও স্পষ্ট হবে


বিস্তারিত অনুসন্ধান করে পুলিশ জানতে পারে, আফরোজ় এবং সুশান্তের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। আফরোজ় দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকার গুলশান কলোনিতে বসবাস করেন এবং সেখানে তার জমি ছিল। ওই জমি নিয়ে স্থানীয় একজন প্রোমোটারের সঙ্গে তার সংঘাত চলছিল। সেই প্রোমোটার সুশান্ত ঘোষের অনুগামী এবং তার মাধ্যমে আফরোজ়ের জমি দখল করার চেষ্টা করছিল। এই পরিস্থিতির কারণে আফরোজ় সুশান্তকে খুন করার পরিকল্পনা করেন।শুক্রবার সন্ধ্যায়, সুশান্ত ঘোষকে বাড়ির সামনে গুলি করে হত্যার চেষ্টা করা হয়, তবে বন্দুকের গুলি চলেনি। আততায়ী যুবরাজ সিংহকে ধরে ফেলেন সুশান্ত এবং তার অনুগামীরা। যুবরাজ পুলিশকে জানান, তাকে আফরোজ়ই খুন করার বরাত দিয়েছিলেন এবং তাকে বিহার থেকে ভাড়া করা হয়েছিল। এরপরই তদন্ত শুরু করে পুলিশ, এবং আফরোজ়ের গতিবিধি নিয়ে নজরদারি চালানো হয়।

কসবায় শুটআউট কাণ্ডঃ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে ফোনে সমর্থনের বার্তা মমতা-অভিষেকের

শনিবার, আফরোজ় পালানোর সময় গলসি থানার পুলিশ তাকে আটক করে। বাইক নম্বরের সূত্র ধরেই পুলিশের একটি দল পূর্ব বর্ধমানের পুলিশকে সতর্ক করে, এবং নাকা চেকিংয়ের মাধ্যমে আফরোজ়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর, তাকে কলকাতা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তদন্তকারীরা মনে করছেন, আফরোজ়ের গ্রেফতারের পর খুনের ষড়যন্ত্রের সব রহস্য আরও স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর