ব্যুরো নিউজ,২৩ নভেম্বর:আজ ২৩ শে নভেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণার দিন।মহারাষ্ট্র, ঝাড়খন্ড , বিহার , আসাম উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে প্রথম চার ঘন্টার নির্বাচনের ফলাফল জেনে নিন।মহারাষ্ট্রে বিধানসভা নিরবাচনে মোট ২৮৮ টি আসন। তার মধ্যে মহাজুতি জোট এগিয়ে আছে ২২২টি আসনে এবং মহা আঘারী এগিয়ে আছে ৫৯ টি আসনে।
জোকা থেকে হাওড়াঃ মার্চে মেট্রো পরিষেবা চালু হতে পারে
তৃণমূল কংগ্রেস একটাও ক্যান্ডিডেট দিতে পারেনি
ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে আছে ৩২ টি আসনে এবং জেএমএম এগিয়ে আছে ৪৭ টি আসনে। কংগ্রেস এগিয়ে আছে দুটি আসনে।বিহারে এখন পর্যন্ত নির্বাচনের ফলাফল ৪- ০ তার মধ্যে এনডিএ এগিয়ে আছে ৪ টি আসনে এবং আরজেডি প্লাস কংগ্রেস এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি। আসামের নির্বাচনের ফলাফল এখনো পর্যন্ত ৫-১ তার মধ্যে বিজেপি এগিয়ে আছে পাঁচটি আসনে এবং কংগ্রেস এগিয়ে আছে একটি আসনে। আসামে তৃণমূল কংগ্রেস একটাও ক্যান্ডিডেট দিতে পারেনি কারণ ওদের রাজ্যসভার ওখানে ক্যান্ডিডেট রয়েছে।
জামিনের পথ বন্ধ, পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় নতুন জট
উত্তরপ্রদেশে নির্বাচনের ফলাফল এখনো পর্যন্ত ৮- ১ তার মধ্যে বিজেপি এগিয়ে আছে ৮ টি আসনে এবং সপা এগিয়ে আছে একটি আসনে। পশ্চিমবঙ্গের উপনির্বাচনে 6-0 তে এগিয়ে রয়েছে তৃণমূল। তার মধ্যে ছটি আসনই এগিয়ে আছে তৃণমূল এবং বিজেপি এখনো পর্যন্ত একটি আসনও পায়নি।