ব্যুরো নিউজ,২৩ নভেম্বর:ভারতের তারকা ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul) এখন আইপিএলের মেগা নিলামে অংশগ্রহণ করতে প্রস্তুত। লখনউ সুপার জায়ান্টস (LSG) তাকে রিটেন না করায়, রাহুল এবার নিলামে ২ কোটি টাকার বেস প্রাইসে উঠবেন। আগামী ২৪ এবং ২৫ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম, সেখানে কোন দল রাহুলকে কিনবে, তা নিয়ে আলোচনা চলছে।
ঋষভ পন্থের আইপিএলে ভবিষ্যত কি? দিল্লি ক্যাপিটালস ছেড়ে কোথায় যাচ্ছেন তারকা কিপার?
রাহুল কোন দলের হয়ে খেলবেন?
রাহুলের আইপিএল ক্যারিয়ার অত্যন্ত সফল। তিনি গত কয়েকটি মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন, তবে এবার দলটি তাকে রিটেন করেনি, যার ফলে নতুন দলে যোগ দেওয়ার সুযোগ এসেছে। রাহুলের সঙ্গে আইপিএলের বেশ কিছু বড় নামের ক্রিকেটাররা রয়েছেন, যারা এই নিলামে অংশগ্রহণ করবেন। তবে, প্রশ্ন উঠছে যে রাহুল কোন দলের হয়ে পরবর্তী মরশুমে খেলবেন? একটি সাক্ষাৎকারে, কেএল রাহুলকে ভারতীয় ক্রিকেটের তিন মহাতারকা – মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে একজনকে ২০২৫ আইপিএলে তার সতীর্থ হিসেবে বেছে নিতে বলা হয়েছিল। প্রশ্নটি ছিল অত্যন্ত কঠিন এবং রাহুলও মজা করে বলেন, ‘এটা ভীষণ কঠিন প্রশ্ন। আমি জানি না, আমি ওদের সবার সঙ্গে খেলেছি এবং সবসময় উপভোগ করেছি।’ এই মহাতারকা ত্রয়ীকে রিটেন করেছে তাদের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি, আর রাহুল এখন নতুন দলে যোগ দেওয়ার অপেক্ষায়।
চোটের অন্ধকারে কি ফিকে হবে শামির নিলাম দামের আলো?
গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে রাহুলের কিছু মনোমালিন্যের ঘটনা সামনে আসে। এরপর থেকেই রাহুলের লখনউ ছাড়ার জল্পনা শুরু হয়েছিল। এই বিষয়ে রাহুল বলেছেন, ‘আমি নতুনভাবে শুরু করতে চেয়েছিলাম, আমার অপশনগুলো দেখতে চেয়েছিলাম এবং যেখানে স্বাধীনতা পাব সেখানে খেলতে চেয়েছি।যে দলের পরিবেশ হালকা থাকবে, সেখানেই আমি খেলতে চাই। কখনও কখনও আপনাকে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হয়।’ রাহুল কোন দলের হয়ে খেলবেন? ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলামে তার ভবিষ্যত নির্ধারিত হবে।