ব্যুরো নিউজ,২২ এপ্রিল: এ বারের আইপিএলে নিজের চেনা ছন্দে নেই কলকাতা নাইট রাইডার্স। আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে প্লে-অফে ওঠার রাস্তা কঠিন করে ফেলেছে নাইটরা। সোমবার ইডেনে ৩৯ রানে হারের পর কেকেআরের সামনে আর মাত্র ছ’টি ম্যাচ রয়েছে। এই ছ’টি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটিতে জিততে না পারলে প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে যাবে।
শেষ ম্যাচে রবিবার ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতা থেমে যায় মাত্র ১৪৯ রানে। যার ফলে পয়েন্ট তালিকায় তারা নেমে গিয়েছে সপ্তম স্থানে। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হার নিয়ে কেকেআরের পয়েন্ট ৬। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্লে-অফে উঠতে সাধারণত অন্তত ১৬ পয়েন্ট লাগে। অর্থাৎ, কলকাতার এখন বাকি ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেতেই হবে। কিন্তু অতীতে এমন উদাহরণ রয়েছে, যেখানে ১৬ পয়েন্ট পাওয়ার পরেও দল প্লে-অফে উঠতে পারেনি, নেট রানরেট কম থাকার কারণে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন অপেক্ষার অনুরোধ,শুনলেন না কেন রাজ্যপাল?
নেট রানরেটের ঘাটতি, সামনে চ্যালেঞ্জের পাহাড়
এই মুহূর্তে কেকেআরের নেট রানরেট -০.৬৩৩, যা অত্যন্ত সমস্যাজনক। তুলনায় পঞ্জাব কিংস, যারা পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে, তাদের রানরেট +০.১৭৭। যদি কেকেআর পরের ছ’টি ম্যাচেই জয় পায়, তাহলে তারা সর্বোচ্চ ১৮ পয়েন্টে পৌঁছতে পারবে, যা প্লে-অফে ওঠার সম্ভাবনাকে বাড়াবে। কিন্তু একটা ম্যাচ হারলেই ফের চাপে পড়ে যাবে তারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ শনিবার, যেখানে ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচে হারলে প্লে-অফের স্বপ্ন অনেকটাই ঝাপসা হয়ে যাবে।
তবে অতীতেও এমন হয়েছে, যেখানে কোনো দল শুরুতে খারাপ পারফরম্যান্স করেও পরের ম্যাচগুলিতে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে উঠেছে, এমনকি চ্যাম্পিয়নও হয়েছে। কিন্তু কেকেআর যেভাবে ধারাবাহিকতা হারিয়েছে, তাতে এই মুহূর্তে তারা সেই লক্ষ্যে পৌঁছতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। সমর্থকদের এখন চাওয়া, দল ঘুরে দাঁড়াক এবং পরের প্রতিটি ম্যাচে লড়াই করে জয় তুলে নিয়ে ফিরে পাক পুরনো আত্মবিশ্বাস। ইডেনে এবার ঘরের মাঠেই কেকেআরের সামনে কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার পালা।