ব্যুরো নিউজ,২ নভেম্বর:আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার পেতে চলেছে নতুন একটি হোম গ্রাউন্ড। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি কলকাতার পাশাপাশি ত্রিপুরার রাজধানী আগরতলায় নিজেদের ম্যাচ আয়োজন করতে চলেছে। এই সিদ্ধান্তটি কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবর হিসেবে এসেছে, কারণ সেখানে তাদের নতুন ফ্যানবেস তৈরি হবে।
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনল আদানিঃ বকেয়া বিলের জন্য ঘাটতি ১৬০০ মেগাওয়াট
নয়া প্রত্যাশা
আগরতলায় ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি, কলকাতার সঙ্গে ত্রিপুরার মানুষের ভাষাগত মিল থাকার কারণে এই অঞ্চলের সমর্থকদের কাছে কেকেআরের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আগামী বছর ইডেন গার্ডেন্সে সংস্কার কাজের জন্য ম্যাচের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ত্রিপুরার নরসিংহগড়ের আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে জানিয়েছেন, আইপিএল চেয়ারম্যান সম্প্রতি ত্রিপুরার নতুন স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, যদি স্টেডিয়াম আগামী বছরের শুরুর দিকে প্রস্তুত হয়, তাহলে পরবর্তী আইপিএলে সেখানে ম্যাচ আয়োজনের কথা চিন্তা করা হবে। স্টেডিয়ামের নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং স্টেডিয়ামটি ১৮৫ কোটি টাকায় নির্মিত হচ্ছে।
নেপালের ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়ঃ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারাল সন্দীপের দল
সুব্রত দে আরও বলেন, ‘নামকরা একটি সংস্থা নির্মাণের কাজ করছে।যদি ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পন্ন হয়, তাহলে কেকেআরের অন্তত দুটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে।’ তবে নির্মাণের কাজ শেষ করতে ২২ মাসের স্থলে সাত বছর সময় লেগেছে, তাই সময়ের মধ্যে সব কাজ শেষ হওয়া কতটা সম্ভব, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।এই নতুন উদ্যোগের মাধ্যমে ত্রিপুরায় ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে এবং কলকাতা নাইট রাইডার্স নতুন করে সমর্থক সৃষ্টি করতে পারবে, এটাই প্রত্যাশা।