ব্যুরো নিউজ,১১ নভেম্বর:জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে ফের রক্তাক্ত সংঘর্ষ। সেনা ও জঙ্গির মধ্যে ব্যাপক গুলির লড়াইয়ের জেরে এক সেনা কর্মকর্তা শহিদ হয়েছেন। নিহত সেনার নাম নায়েব সুবেদার রাকেশ কুমার, এবং আরও তিন সেনা জওয়ান আহত হয়েছেন। গতকাল কিশতোয়ারের ভারত রিজ এলাকায় এই গুলি লড়াই শুরু হয়।সেই সময় ভারতীয় সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ টিম একটি তল্লাশি অভিযান চালাচ্ছিল। এই গুলির লড়াইয়ের পর, ভারতীয় সেনা নায়েব সুবেদার রাকেশ কুমারের মৃত্যুর খবর আসে।এই খবরে সেনাবাহিনীর মধ্যে শোকের ছায়া নামে।
ইরাকে বিয়ের বয়স ৯ বছর, নারী অধিকার নিয়ে নতুন সংশোধনী আইন নিয়ে বিপুল বিতর্ক
সমগ্র সেনাবাহিনী গর্বিত এবং শোকাহত
জম্মু ও কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ অভিযানে যখন তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল, যখন তারা একটি গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পায়। পরে খবর পাওয়া যায় যে, কিছু দুরে ওই এলাকাতেই জঙ্গিরা লুকিয়ে রয়েছে। ওই সময়েই গুলি চালাতে শুরু করে তারা। ভারতীয় সেনা তাদের পাল্টা জবাব দেয় এবং এক তীব্র গুলির লড়াই শুরু হয়। এই অভিযান কিশতোয়ারের কুন্তয়োরা ও কেশওয়ানের জঙ্গলে ব্যাপকভাবে চালানো হয়।গত কিছুদিন আগে, ফরেস্ট ডিফেন্স গার্ডদের অপহরণ করে নিয়ে গিয়ে জঙ্গিরা তাদের গুলিবিদ্ধ মৃতদেহ ফেলে রেখে যায়। তারপর থেকেই সেনা বাহিনী এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযান শুরু হয়।
শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের সাহায্য নিতে চায় বাংলাদেশ সরকার
এই অভিযানে দুই গ্রাম প্রতিরক্ষা গার্ড (ভিলেজ ডিফেন্স গার্ড) হত্যার ঘটনা ঘটে। তাদের মৃতদেহ ময়নাতদন্তের পর জানা গেছে, তাদেরকে পিছন থেকে গুলি করা হয়েছিল, এবং চোখ বাঁধা ছিল। এদের হত্যা করতে একটি পিস্তল ব্যবহার করা হয়েছিল।কিশতোয়ারের সাধারণ এলাকাগুলিতে নিরাপত্তা বাহিনী আরও তীব্র অভিযান চালিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। তবে, এই সংঘর্ষে শহিদ হওয়া ভারতীয় সেনা রাকেশ কুমারের সাহসিকতার জন্য সমগ্র সেনাবাহিনী গর্বিত এবং শোকাহত।