ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি:মহাকুম্ভ মেলায় প্রতি বার লক্ষ লক্ষ মানুষ পুণ্য লাভের আশায় যোগদান করেন। এই সময় ত্রিবেণি সঙ্গমে স্নান করতে আসেন বহু তারকা, যারা স্বাভাবিকভাবেই মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। সম্প্রতি, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফও তার শাশুড়িকে সঙ্গে নিয়ে কুম্ভ মেলায় পৌঁছেছিলেন এবং ত্রিবেণি সঙ্গমে স্নান করেন। তাঁর এই স্নানের একটি ভিডিয়ো মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। হলুদ রঙের সালোয়ার কামিজ পরিহিত ক্যাটরিনা হাতে রুদ্রাক্ষের মালা জড়ানো অবস্থায় ত্রিবেণি সঙ্গমে স্নান করতে দেখা যায়।
কুম্ভমেলায় শিবরাত্রির পুণ্যস্নানঃ ভিড়ের মধ্যে ব্যবস্থাপনার চেষ্টায় সফলতা
মানুষ তাকে ঘিরে ফেলেন
তবে কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে হয় অভিনেত্রীকে। কিছু ভাইরাল ভিডিয়ো থেকে জানা যায়, ক্যাটরিনাকে স্নান করতে দেখে অনেক মানুষ তাকে ঘিরে ফেলেন। তাঁরা সবাই একসঙ্গে অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিলেন। এই বিশাল ভিড়ের কারণে ক্যাটরিনা ও তাঁর পরিবারের সদস্যরা কিছুটা অস্বস্তিতে পড়েন। একদিকে যেখানে মহাকুম্ভে পুণ্য অর্জন করতে আগত সাধারণ মানুষ স্নান করতে ব্যস্ত, সেখানে ক্যাটরিনার মতো একজন তারকাকে ঘিরে এই বিশৃঙ্খলা ঘটে।
ভাইরাল হওয়া কিছু ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্যাটরিনাকে ঘিরে শুধু সাধারণ মানুষই নয়, বরং সন্ন্যাসীরাও উপস্থিত ছিলেন। তাঁরা ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতে উৎসাহী ছিলেন। এছাড়া সংবাদমাধ্যমের কর্মী ও নেট প্রভাবীরাও সেখানে পৌঁছেছিলেন, যারা ক্যাটরিনার সঙ্গে ছবি তোলার জন্য হামলে পড়েছিলেন।এ নিয়ে নেট দুনিয়ায় নানা আলোচনা শুরু হয়েছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “এই কারণেই ভিআইপি-দের জন্য আলাদা ব্যবস্থা রাখা প্রয়োজন। তারকারা যদি সাধারণ মানুষের মতো মেলায় যান, তাহলে কী হতে পারে, ভাবা যায় না!”
মহাকুম্ভ মেলাঃ সাফল্যের সঙ্গে শেষ হল ৪৫ দিনের ঐতিহাসিক আয়োজন
ক্যাটরিনা কইফ এই সময় মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর আখড়ায় গিয়ে সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা অসাধারণ অনুভূতি। এখানে এসে নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ এবং এখানকার সৌন্দর্য একটি আলাদা মাহাত্ম্য নিয়ে এসেছে।”কুম্ভ মেলায় তারকাদের উপস্থিতি এবং ভিআইপি কালচারের এই সমস্যা যেন নতুন বিতর্কের জন্ম দিচ্ছে, যেখানে সাধারণ মানুষের সঙ্গে তারকাদের ভিড়ের মধ্যে চলাফেরা করা এক ধরনের সংকট তৈরি করে।