কার্তিক আরিয়ানের মুরলিকান্ত পেটকরকে অর্জুন লাইফটাইম অ্যাওয়ার্ড পাওয়ার পর অভিনেতার প্রতিক্রিয়া

ব্যুরো নিউজ,৩ জানুয়ারি:২০২৪ সালে মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ান অভিনীত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবি, যেখানে তিনি ভারতের প্রথম প্যারাঅলিম্পিকে সোনা জেতা অ্যাথলিট মুরলিকান্ত পেটকরের চরিত্রে অভিনয় করেছিলেন। আর এবার, পেটকরকে ভারতের সরকার প্যারাঅলিম্পিকে তাঁর অসাধারণ অবদানের জন্য অর্জুন লাইফটাইম অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা করেছে। এই ঘোষণার পর কার্তিক আরিয়ান প্রতিক্রিয়া জানিয়েছেন, যা সত্যিই মুগ্ধকর।

শরীর ফিট রাখার জন্য করুন এই আসন, জানুন পদ্ধতি এবং তার উপকারিতা

অনুপ্রাণিত


কার্তিক বলেন, “আমি ভীষণ খুশি এই খবরটা পেয়ে। যখন আমি মুরলিকান্ত পেটকরের বায়োপিকে কাজ করেছি, তখন তাঁর জীবনের নানা দিক গভীরভাবে জানার সুযোগ হয়েছিল। তাঁর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। আজ, তাঁর এই অর্জনকে আমি নিজের অর্জন মনে করছি।” তিনি আরও বলেন, “মুরলিকান্ত স্যারের জীবন কঠিন চ্যালেঞ্জে ভরা, কিন্তু তিনি কখনোই হার মানেননি। তাঁর স্পোর্টসম্যানশিপ এবং মনোবল আমাকে খুব অনুপ্রাণিত করেছে।”

পুরুষরা কিভাবে নিজেদের যৌনাঙ্গ পরিস্কার রাখবেন? সাবধানতার সাথে মেনে চলুন এই ৫টি গুরুত্বপূর্ণ বিধি

কার্তিক এদিন জানিয়েছেন যে, মুরলিকান্ত পেটকরের এই অর্জন তাঁর জন্য এক বিশেষ অনুভূতি। “তিনি আমাদের দেশের সেরা চ্যাম্পিয়ন।” এমনকি, পেটকরকে ‘চান্দু চ্যাম্পিয়ন’ বলে আখ্যায়িত করা হয়, কারণ তিনি ১৯৭২ সালে গ্রীষ্মকালীন প্যারাঅলিম্পিকে ভারতের প্রথম সোনালী পদকটি জিতেছিলেন। কবীর খান তাঁর বায়োপিকের নামও ‘চান্দু চ্যাম্পিয়ন’ রেখেছিলেন এই কারণে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর