ব্যুরো নিউজ, ৩ মার্চ: দীর্ঘ চর্চার পর অবশেষে পরিণতি পেল কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক। গাঁটছড়া বাঁধলেন কাঞ্চন-শ্রীময়ী।
নেট দুনিয়ায় দীর্ঘ চর্চায় কাঞ্চন-শ্রীময়ী। শ্রীময়ীর সঙ্গে সম্পর্কে জড়ানো, এরপর পিঙ্কির সঙ্গে বিবাহবিচ্ছেদ কোন খবরে জল ঘোলা হয়নি? খুব কম মানুষই আছেন যারা তাদের এই সম্পর্ককে খোলা মনে গ্রহন করেছেন। অনেকে আবার এও বলতে ছাড়েননি যে, এখনের যুগই এমন, এক জনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থেকেও অন্য সম্পর্কে জড়ানো, এসব যেনও ট্রেন্ড! কেউ কেউ তো আবার বলেই বসেছেন, বুড়ো বয়সে ভীমরতি! তবে কোনও কিছুতেই কান দেননি কাঞ্চন- শ্রিময়ী।
কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে রাক-ঢাক করেননি তারা। উল্টে এই নীতিই যেনও নিয়েছেন, ‘খুল্লাম খুল্লা পেয়ার কারেঙ্গে হাম দোনো, ইস দুনিয়াসে নেহি ডারেঙ্গে হাম দোনো’। তাই খুনশুটি থেকে ভালবাসা, সম্পর্কের নানান দিক গুলোই সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তারা। তাতে কেউ তাদের সম্পর্ককে অভিনন্দন জানিয়েছেন। কেই আবার কড়া কটূক্তি ছুড়ে দিয়েছেন। তবে মন্দ- কটূক্তিই যেনও বেশি পেয়েছেন তারা। কারন নেট মাধ্যমের মন্তব্য বক্সে মন্দ কথা বললেতো জেল হবে না। এমনকি কেউ মানহানীরও মামলা করবে না। তাই যত খুশি মন খুলে যা ইচ্ছা বলে চলে।
ফেলুদা চরিত্রে ফের পর্দায় টোটা
তবে তাদের কোনও কথাই গায়ে মাখেননি কাঞ্চন-শ্রীময়ী। উল্টে আরও বেশি বেশি করে নিজেদের প্রণয়ের সম্পর্ককে এনেছেন সকলের সামনে। নিজেদের আইনি বিবাহ, মেহেন্দি, গায়ে হলুদ সর্বোপরি বিয়ে সব মুহূর্তই ভাগ করেছেন সামাজিক মাধ্যমে। বিয়ের আগে নিজের হাতে মেহেন্দি দিয়ে শ্রিময়ীর নামের প্রথম অক্ষর ‘শ্রী’ লিখতেও দেখা যায়। গায়ে হলুদে এক সঙ্গে বসে বসন্তে হলুদ রঙে রঙিন হতেও দেখ যায় তাদের। অবশেষে সেই মুহূর্ত। সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী। গত দু’বছর ধরে তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে নানান চর্চার অবসান ঘটিয়ে দাম্পত্য জীবনে প্রবেশ করলেন অভিনয় জগতের দুই শিল্পী কাঞ্চন ও শ্রীময়ী।
তাদের বাসর রাতের নানাণ ভিডিও ইতিমধ্যে ভাইরাল। যেখানে সিদুরে রাঙা হয়ে নব বধু মেতেছেন আনন্দে। নাচে- গানে হই হুল্লোড়ে কাটাচ্ছেন জীবনের বিশেষ দিনটি।