ব্যুরো নিউজ,২৫ মার্চ : ছয় বছর পর আবারও খুলল ভারত ও পাকিস্তানের সংযোগকারী ঐতিহাসিক কামান সেতু। তবে এটি খোলার কারণ ছিল হৃদয়বিদারক—পাকিস্তান থেকে ভারতে ফিরিয়ে আনা হল ঝিলম নদীতে ডুবে যাওয়া দুই তরুণ-তরুণীর দেহ।
শিক্ষামন্ত্রীর গাড়ি নিয়ে বিতর্ক! যাদবপুরে ছাত্র আ
ভারতীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ৫ মার্চ জম্মু ও কাশ্মীরের বাসগ্রানের ২২ বছর বয়সী এক তরুণ এবং কামালকোটের ১৯ বছর বয়সী এক তরুণী ঝিলম নদীতে ঝাঁপ দেন। তাঁদের খোঁজে ভারতীয় বাহিনী তল্লাশি চালালেও, প্রবল স্রোতের কারণে দেহ দুটি নদী পেরিয়ে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে পৌঁছে যায়। প্রথমে কামান সেতুর কাছাকাছি ওই যুবকের দেহ দেখা গেলেও স্রোতের তীব্রতায় উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পাক অধিকৃত কাশ্মীরের চিনারি এলাকা থেকে তাঁদের নিথর দেহ উদ্ধার হয়।
নন্দীগ্রামে গৃহশিক্ষকের কাণ্ড!পাওনা টাকা না পেয়ে ট্রলি ব্যাগে ভরে ছাত্র অপহরণের চেষ্টা,
এই ঘটনার পর দুই দেশের সেনাবাহিনী আলোচনায় বসে এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেহ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে ছয় বছর পর, বিশেষ অনুমতিতে শনিবার কামান সেতু খোলা হয়। ভারতীয় সেনা, মৃতদের পরিবারের সদস্য, এবং প্রশাসনের উপস্থিতিতে দুই তরুণ-তরুণীর দেহ ভারতে ফেরানো হয়।
গুজরাট বাজেট ২০২৫-২৬ঃ শিক্ষা, অবকাঠামো এবং উন্নয়ন খাতে বিশাল বরাদ্দ
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সম্পূর্ণ মানবিক কারণে দুই দেশের সেনাবাহিনী একত্রে কাজ করেছে। মৃত তরুণীর এক আত্মীয়, মহম্মদ রফি, সেনাবাহিনীর এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তরুণের পরিবারও ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। ছয় বছর বন্ধ থাকার পর এই সেতু খোলা শুধু এক ঐতিহাসিক মুহূর্ত নয়, বরং দুই দেশের সম্পর্কের মানবিক দিকটিও তুলে ধরে।